Wednesday, August 27, 2025

‘ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’, এগরার সভায় প্রতিশ্রুতি শাহর

Date:

বঙ্গে ভোট প্রচারে রবিবার ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিন তার জনসভা ছিল পূর্ব মেদিনীপুরের(East Medinipur) এগরার। আর এই মঞ্চ থেকেই তৃনমূল সরকারকে(TMC government) চাঁচাছোলা ভাষায় আক্রমণ শোনালেন অমিত শাহ। পাশাপাশি স্বপ্ন দেখালেন সোনার বাংলার। রবিবার এগরার জনসভা থেকে অমিত শাহ জানালেন, ‘ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’।

এদিনের জনসভা থেকে তৃণমূল সরকারের তোপ দেগে অমিত শাহ বলেন, ‘কোনও পরিবর্তন হয়নি বাংলায়। অনুপ্রবেশ আগেও হত, এখনও চলছে। মমতা দিদি অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন? মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করুন, পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। বাম-তৃণমূল রাজ্যের কোনও উন্নতি করেনি।’ পাশাপাশি বাংলায় দুর্গাপুজো সরস্বতী পুজো নিয়ে ফের একবার প্রশ্ন তোলেন শাহ। বলেন, ‘যে সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলায় দুর্গাপুজো করার জন্য আদালতের অনুমতি নিতে হয়। বাংলাভাষী শিক্ষকের উদ্দেশে গুলি ছোড়ে পুলিশ। একবার পদ্মের সরকার তৈরি করে দিন। বাংলার মাটিতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না।’

আরও পড়ুন:“বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ-গদ্দাররা জুটেছে তার সঙ্গে”, বিরোধীদের একহাত নিলেন মমতা

এর পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে অমিত শাহ বলেন, ‘এবার তৃণমূলের গুন্ডারা দিনের আলোয় তারা দেখবে। আপনারা নির্ভয় ভোট দেবেন। বাংলায় বিজেপি জিতলে কোন কাঠ মানি দিতে হবে না। সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে। একবার সুযোগ দিন ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version