Thursday, November 13, 2025

‘ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’, এগরার সভায় প্রতিশ্রুতি শাহর

Date:

বঙ্গে ভোট প্রচারে রবিবার ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিন তার জনসভা ছিল পূর্ব মেদিনীপুরের(East Medinipur) এগরার। আর এই মঞ্চ থেকেই তৃনমূল সরকারকে(TMC government) চাঁচাছোলা ভাষায় আক্রমণ শোনালেন অমিত শাহ। পাশাপাশি স্বপ্ন দেখালেন সোনার বাংলার। রবিবার এগরার জনসভা থেকে অমিত শাহ জানালেন, ‘ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’।

এদিনের জনসভা থেকে তৃণমূল সরকারের তোপ দেগে অমিত শাহ বলেন, ‘কোনও পরিবর্তন হয়নি বাংলায়। অনুপ্রবেশ আগেও হত, এখনও চলছে। মমতা দিদি অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন? মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করুন, পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। বাম-তৃণমূল রাজ্যের কোনও উন্নতি করেনি।’ পাশাপাশি বাংলায় দুর্গাপুজো সরস্বতী পুজো নিয়ে ফের একবার প্রশ্ন তোলেন শাহ। বলেন, ‘যে সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলায় দুর্গাপুজো করার জন্য আদালতের অনুমতি নিতে হয়। বাংলাভাষী শিক্ষকের উদ্দেশে গুলি ছোড়ে পুলিশ। একবার পদ্মের সরকার তৈরি করে দিন। বাংলার মাটিতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না।’

আরও পড়ুন:“বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ-গদ্দাররা জুটেছে তার সঙ্গে”, বিরোধীদের একহাত নিলেন মমতা

এর পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে অমিত শাহ বলেন, ‘এবার তৃণমূলের গুন্ডারা দিনের আলোয় তারা দেখবে। আপনারা নির্ভয় ভোট দেবেন। বাংলায় বিজেপি জিতলে কোন কাঠ মানি দিতে হবে না। সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে। একবার সুযোগ দিন ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’।

Related articles

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...
Exit mobile version