Sunday, November 9, 2025

বৃদ্ধ কবি গোবিন্দ দেবনাথের বয়স ৯৮ বছর। নিবাস সোদপুর ঘোলা। ঘরে ৮৬ বছর বয়সী অসুস্থ স্ত্রী । তবু জীবন যুদ্ধে হার মানতে রাজি নন তিনি । সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে, তাই সোদপুর স্টেশনে স্বরচিত কবিতা পড়েন তিনি। তার সেই কবিতায় মুগ্ধ হয়ে পথচলতি মানুষ যে অর্থ দেন তাই দিয়েই স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড় করেন।
তবু কবি তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কিছুতেই হাত পাততে রাজি নন। বছর তিনেক আগে স্ত্রীর সেরিব্রাল হয়েছিল। চিকিৎসক দুবেলা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। কবি বলেন, দুবেলা ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা । তারপর খাবার খরচ। আমার এই কবিতাগুলো আমার কাছে প্রেমিকার মতো ।এই বয়সে কোথাও কাজ করে রোজগার করার সামর্থ্য আমার নেই। তাই নিজের লেখা কবিতা মানুষের কাছে পৌঁছে দিয়ে যা পাই, তাই দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চালাই।
তিনি বলেন, সবিতা আমার জীবনসঙ্গিনী। আমার জন্য অনেক কষ্ট করেছে। এই বয়সে অসুস্থ হয়েছে বলে কিভাবে ওকে ফেলে রাখি! বলতে বলতে চোখ চিকচিক করে ওঠে বৃদ্ধ কবির। তিনি বলতে থাকেন, একসময় বাংলাদেশ থেকে এপারে এসেছিলাম বাবা-মার হাত ধরে। অনেক কষ্টে শৈশবের দিনগুলো কেটেছে। কখনও খাবার জুটতো, আবার কখনও জুটতো না। তবু কবিতা ছিল আমার নিত্যসঙ্গী। সেই কবিতাই আজও আমায় বাঁচিয়ে রেখেছে।
স্থানীয় সোদপুর ক্লাবের সদস্যরা অনেক সাহায্য করেছেন বলে তিনি তাদের কাছে কৃতজ্ঞ। তবু বৃদ্ধ পরজন্মে ফের কবি হয়েই জন্মাতে চান।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version