Thursday, August 28, 2025

ফের প্রার্থী নিয়ে হেস্টিংস কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার দুপুর থেকেই বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী আবাদ কিশোর গুপ্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে দাবি বিক্ষোভকারীদের।
এ প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, যেভাবে ক্ষোভটা দেখানো হচ্ছে অতটাও ক্ষোভ নেই।
কোনও কোনও জায়গায় ক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তবে এই ধরনের ক্ষোভ-বিক্ষোভ বিজেপি দলের কাছে কাঙ্ক্ষিত নয় প্রত্যাশিত নয়। যারা প্রার্থী হয়েছেন তাঁরা সকলেই যোগ্য। তিনি বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরাও জানেন বাংলার ভবিষ্যৎ কী?পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনদিনের মধ্যেই সব ক্ষোভ প্রশমিত হয়ে যাবে।তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে। বিজেপি কর্মীদের এই ক্ষোভ প্রকাশ নিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছিলেন, বিজেপি দলটা আর ছোট নেই বড় হয়েছে। কয়েকদিন এরকম ক্ষোভ-বিক্ষোভ চলবে। ধীরে ধীরে কর্মীদের মধ্যে ক্ষোভ কমে যাবে। ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে চলবে কর্মীরা।
এদিন শমীক ভট্টাচার্য পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চেয়েছেন, নির্বাচনের মুখে এই বিক্ষোভকে হাতিয়ার করে এগোতে পারবে না শাসকদল। মাত্র তিন দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনী প্রচারে নামছে।

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version