Monday, May 5, 2025

বিধান চন্দ্র রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

Date:

তৃণমূল কংগ্রেস, বিজেপি এমনকী সিপিএমও  ইতিমধ্যেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দিয়েছে। সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। এদিন বিধান ভবনে দলীয় ইস্তাহার (Congress Manifesto) প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরি। বিধান রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়েই ইস্তাহার প্রকাশ করা হল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, ইস্তাহারে ৮টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘ইস্তাহারে আছে আইনের শাসনের অঙ্গীকার। আছে শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার।  আছে শিল্প-সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।’

ইস্তাহারে মূলত যে যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মহিলা নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, জল ও পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা। এক দিকে যখন সব দল তাদের ইস্তাহারে বিনামূল্যে বা কম দামে জনগণকে বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার কথা বলছে, সেখানে কংগ্রেসের দাবি তারা দান-খয়রাতির রাজনীতি করতে রাজি নয়। সস্তা, চটকদারি মোড়কে লোভ দেখানো তাদের উদ্দেশ্য নয়। চার পাতার ইস্তাহারের ওপরেই রয়েছে বিধান রায়ের উক্তি। যেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘ভয় কিংবা অসহায়তা থেকে মুক্তির জন্য স্বাধীনতার লড়াই লড়তে হবে।’আশা আর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন অধীরবাবু  আরও বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে বলুন পোর্টালে। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যত। আর কোনও ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল’।’

 

 

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version