Saturday, May 3, 2025

ভোটযুদ্ধে নন্দীগ্রামে সোমবার সকাল থেকে একাধিক সভা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভেকুটিয়া বাজারের সভায় বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল এখন আমিরুল, সুফিয়ান, শামাদদের হাতে। এরা পাকিস্তান জিতলে আনন্দে আতসবাজি ফাটায়। আসলে ভোট যুদ্ধের ময়দানে এদিন ধর্মীয় বিভাজনের তাস খেলার চেষ্টা করেন শুভেন্দু । এর আগে নন্দীগ্রামে প্রচারে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছিলেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে। এদিন শুভেন্দুর বক্তব্য সেই অভিযোগই সিলমোহর দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
এদিন উপস্থিত জনতাকে এক হওয়ার আহ্বান জানান শুভেন্দু। এরই পাশাপাশি এদিন গতকাল প্রকাশিত বিজেপির ইস্তেহারের প্রসঙ্গ টেনে এনে একের পর এক বিষয় তিনি তুলে ধরেন তিনি। বলেন, বিজেপি সরকার এলে শিল্প হবে। যদিও দলীয় ইস্তেহারে শিল্পায়নের নামগন্ধ নেই। তিনি বলেন, দুর্গাপুজো হবে, সরস্বতী পুজো হবে। কিন্তু কাউকে মার খেতে হবে না। এমনকি দূর্গাপুজোর বিসর্জন হবে বলে তিনি জানান। এদিন সে কথাও উল্লেখ করেন শুভেন্দু তিনি এদিন দাবি করেন  যে বিজেপি ভাগাভাগি রাজনীতি করে না তৃণমূলের একাংশের নাম উল্লেখ করে তিনি বোঝানোর চেষ্টা করেন আসলে এরাই তৃণমূল । এদিনও বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তি সমালোচনার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে কেন এরাজ্যে বিজেপি সরকার দরকার ।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version