Thursday, November 13, 2025

মোর্চার গুরুং-তামাং দুই শিবিরের প্রার্থী ঘোষণা পাহাড়ে, যারাই জিতুক তৃণমূলের পাশে

Date:

আসন্ন বিধানসভা ভোটকে (Assembly Election) কেন্দ্র করে পাহাড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) নিজেদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) জন্য পাহাড়ের তিন বিধানসভা আসন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ছেড়ে রেখেছিল। এদিন সকাল সকাল পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী দিয়েছে।

একুশের নির্বাচনী লড়াইয়ে বিমল গুরুং (Bimal Gurung) স্থানীয় স্তরে জনপ্রিয় নেতাদের সামনে রেখেই ঘুরে দাঁড়াতে চাইছেন। তাই তেমন প্রার্থীদেরই বেছে নিয়েছেন তিনি। দেখে নিন পাহাড়ে গুরুংপন্থী তিন প্রার্থী কারা –

দার্জিলিং – পিটি ওলা। ইনি বিমল গুরুংয়ের আমলে GTA সদস্য ছিলেন। বরাবর গুরুংয়ের সমর্থক।

কার্শিয়াং – নরবু লামা। গুরুংপন্থী নেতা, স্থানীয় স্তরে অত্যন্ত জনপ্রিয়। তাঁকেই এবার নির্বাচনী লড়াইয়ে নামালেন বিমল গুরুং।

কালিম্পং- রাম ভুজেল। মোর্চার দীর্ঘদিনের সদস্য, গুরুংয়ের আস্থাভাজন।

এর আগে গত রবিবার বিনয় তামাংপন্থীরাও (Binoy Tamang) তিন আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। তাতে একুশের বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামানো হয়েছিল জনপ্রিয় নেতা শিরিং দাহাল, রুদেন লেপচাদের।

আরও পড়ুন- ‘গুন্ডা লাগিয়ে বিক্ষোভ করে লাভ হবে না’, তৃণমূলকে তোপ দিলীপের

তবে মোর্চার দুই শিবিরেরই দাবি, তাঁরাই তৃণমূলের সমর্থন পাবেন। এবং তাঁদের মূল প্রতিপক্ষ বিজেপি। অর্থাৎ, এখানে তৃণমূলের সেই অর্থে লোকসান নেই। পাহাড়ের তিন কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চার দুই শিবিরের যেই প্রার্থী জিতুন না কেন, তিনি তৃণমলকে সমর্থন দেবেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version