অন্যদিকে, এবার বিধানসভা ভোটে তারকার ঝলক। তৃণমূল-বিজেপি দু’পক্ষই টলিউডের (Tollywood) একঝাঁক তারকাকে ভোটে প্রার্থী করেছে। তারই মাঝে ফের তৃণমূলে যোগ দিলেন ছোট পর্দার একঝাঁক তারকা। আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা-ভরসা দেখিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন টেলিভিশনের তিন পরিচিত মুখ ‘সাঁঝের বাতি’ ধারাবাহিক খ্যাত অভিনেতা শেখ রিজওয়ান রাব্বানি (Sheikh Rezwan Rabbani) । ‘কে আপন কে পর’, ‘রাণু পেল লটারি’র মতো ধারাবাহিকে অভিনয় করা পায়েল দে এবং ‘জল নুপূর’, ‘এখানে আকাশ নীল ‘ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রিয়া পাল। এঁদের প্রত্যেকের হাতেই দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূলে যোগদান বিজেপির দাপুটে নেতা স্বরাজ ঘোষ-সহ একঝাঁক টলি তারকার
Date:
Share post: