Friday, August 22, 2025

‘শ্যামাপ্রসাদের আদর্শ মানছেনা বিজেপি’, বঙ্গ- ভোটে ১৭০ প্রার্থী সর্বভারতীয় জনসঙ্ঘের

Date:

গেরুয়া শিবিরের মাথায় কালো মেঘ৷ বিজেপির ভোটে ভাগ বসাতে রাজ্যের ভোট ময়দানে হাজির নবগঠিত ‘সর্বভারতীয় জনসঙ্ঘ'(All India Janasangha)৷

বাংলার ভোটে (WB Election) ১৭০ আসনে প্রার্থী (Candidates) দিচ্ছে এই দল। দলের প্রতিষ্ঠাতা-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য, “আড়াই মাস আগে তাঁদের দল প্রতিষ্ঠিত হয়েছে৷ দলে বিজেপি থেকে অনেকেই এসেছেন। বিজেপি থেকে আসা অনেকেই এবার প্রার্থী হচ্ছেন।”

এই দলকে অবশ্য পাত্তা দিতেই রাজি নয় বঙ্গ-বিজেপি (Bengal BJP)৷ দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছে, “এরা কালেই বিজেপি করেনি৷ এদের পিছনে তৃণমূলের ভোট বিশেষজ্ঞ পিকে-র কৌশল রয়েছে বলে মনে হচ্ছে। এরা বিজেপির কোনও ক্ষতিই করতে পারবে না।”

নতুন দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের নিজেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্কিত নাতি বলে দাবি করে বলেছেন, “দীনদয়াল উপাধ্যায়ের পরিবারের সদস্যরাও এই দলে যোগ দেবেন।” বলেছেন, ” আমি
নিজে RSS-এর বারাকপুর অঞ্চলের ‘সদ্ভাবনা-প্রমুখ’ ছিলাম। বর্তমান বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নীতি ও আদর্শ থেকে সরে গিয়েছে৷ তাই বাধ্য হয়ে আমরা নতুন দল গঠন করেছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের নীতি-আদর্শ মেনে চলব। সর্বভারতীয় স্তরেও অনেকেই যোগাযোগ করছেন।নিজেকে বিজেপি’র নেতা দাবি করে নবগঠিত দলের আর এক নেতা চন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন, “বাংলার উন্নয়নের লক্ষ্যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলাম । কিন্তু বিজেপি এখন যেভাবে চলছে, তাতে ওই দলে থাকা যায়না। তাই নতুন বাংলা গড়তে শ্যামাপ্রসাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসংঘে যোগ দিয়েছি।”

রাজ্যে প্রায় ১৭০ কেন্দ্রে প্রার্থী দিয়ে সুব্রতবাবু
বলেছেন, “কুলতলি, জগদ্দল, কাঁচরাপাড়া, পূর্বস্থলী উত্তরে ভাল ফল করবে তাঁর দল। আদি বিজেপি থেকে প্রার্থী হচ্ছেন অনেকেই।” তিনি বলেছেন, “এই দলের লক্ষ্য সর্বভারতীয়৷ দিল্লি, ওড়িশা, তেলেঙ্গানা, আসাম, ত্রিপুরায় সংগঠন হয়েছে। উত্তরপ্রদেশে যোগী ঘনিষ্ঠ এক নেতা আমাদের দলের সভাপতি হয়েছেন। আগামী জুন-জুলাইতে বিজেপির প্রায় ২৫ জন সাংসদ আমাদের যোগ দিতে পারেন”৷

আরও পড়ুন:সরকার তিনি গড়বেন: প্রার্থী দেখে নয়, প্রতীকে ভোটের আবেদন তৃণমূলনেত্রীর

 

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version