Wednesday, December 17, 2025

‘এই মাটির সন্তানকেই বাংলার মুখ্যমন্ত্রী করবে বিজেপি’, বহিরাগত ইস্যুতে জবাব মোদির

Date:

আগামী শনিবার প্রথম দফার বিধানসভা নির্বাচন রাজ্যে তার আগে বুধবার কাঁথির জনসভায় এসে বঙ্গে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি বহিরাগত ইস্যুতে রবীন্দ্রনাথকে হাতিয়ার করে তৃণমূলকে(TMC) কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার(BJP government) গঠনের পর এই মাটির সন্তানই বাংলার মুখ্যমন্ত্রী(chief minister) হবে।

বুধবার কাঁথির জনসভায় একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নরেন্দ্র মোদি। শুরুতেই এই রাজ্যে হিংসার প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, ‘বাংলায় দিদি আপনাদের কোনও হিসেব দিচ্ছেন না। কেউ হিসেব চাইলেই গালি দিচ্ছেন দিদি। দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে হবে।’ এরপরই তৃণমূলের তরফে বিজেপিকে আক্রমণ শানিয়ে যে বহিরাগত তথ্য তুলে ধরা হয়েছে সে প্রসঙ্গে মোদি বলেন, ‘রবি ঠাকুর, বঙ্কিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়। বহিরাগত তত্ত্ব খাড়া করে ভারতবাসীকে অপমান করা হচ্ছে।’ এরপরই মুখ্যমন্ত্রী মুখবিহীন লড়াইয়ের ময়দানে নামা বিজেপিকে সমর্থনের দাবি জানিয়ে কাঁথির সভায় বাংলার মানুষকে আশ্বাস দিয়ে মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এই মাটির সন্তানই বাংলার মুখ্যমন্ত্রী হবে।’

আরও পড়ুন:‘রাজ্যে এত বোমা উদ্ধার হচ্ছে কী করে?’ প্রশ্ন কমিশনের ফুলবেঞ্চের

এর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে হিংসা ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে দেননি দিদি। বাংলার কৃষকদের সঙ্গে শত্রুতা করেছেন। বিজেপি সরকার গড়লে, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা।’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘আমফানে ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি দিদি। ভাইপো উইন্ডোয় কাটমানির টাকা ঢুকে গেছে। বাংলা জানতে চায়, গরিবদের চাল কে লুঠ করেছে?’ তৃণমূলের প্রকল্প দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করে মোদি বলেন, ‘আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে। আপনার খেলা ধরা পড়ে গেছে। ২ মে মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ। বাংলার মানুষ আপনার কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।’

Related articles

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...
Exit mobile version