Thursday, November 13, 2025

মাঝে শুধু দুটো দিন। তারপরেই বাংলায় শুরু বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার সন্ধেয় সামনে এলো সি ভোটারের (C Voter) চূড়ান্ত জনমত সমীক্ষা। একই সঙ্গে চূড়ান্ত জনমত সমীক্ষা প্রকাশ করেছে সিএনএক্স-ও (Cnx)। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, শেষ হাসি হাসবে তৃণমূল। অর্থাৎ তাদের চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী, ক্ষমতায় থাকছে তৃণমূলই (Tmc)। আর সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল-বিজেপির (Bjp) লড়াই হাড্ডাহাড্ডি।

সি ভোটার-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  152-168
বিজেপি- 104-120
বাম+কংগ্রেস+ISF- 18-26
অন্যান্য- 0-2

সিএনএক্স-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  136-146
বিজেপি-  130-140
বাম+কংগ্রেস+ISF-  14-18
অন্যান্য- 1-3

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিধানসভা ভোটে শতাংশের হার

তৃণমূল-  42%
বিজেপি-  37%
বাম+কংগ্রেস+ISF- 13%
অন্যান্য- 8%

সিএনএক্স-এর জনমত সমীক্ষা অনুযায়ী শতাংশের হার,

তৃণমূল- 40%
বিজেপি- 38%
বাম+কংগ্রেস+ISF- 16%
অন্যান্য- 6%

এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে শতাংশ ভিত্তিতে সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যের শাসকদল এগিয়ে রয়েছে সেখানে আসনের ভিত্তিতে বিজেপিকে সমান সমান জায়গায় নিয়ে যাওয়াটা কতটা বিজ্ঞানসম্মত? তবে এই উদাহরণ অতীতে আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই প্রশ্ন নিয়ে ভোটারদের কাছে গিয়েছিলেন জনমত সমীক্ষকরা। সেখানেও অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক্ষেত্রে তাঁর থেকে দূরে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায় – 55%
দিলীপ ঘোষ – 32%
মুকুল রায় – 7%
অধীর চৌধুরী – 1%
সুজন চক্রবর্তী – 1%
অন্য কেউ – 4%

আরও পড়ুন- নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত “নিষ্ক্রিয়” থাকতে হবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

 

বিভিন্ন সংস্থার করা এখনও পর্যন্ত যত জনমত সমীক্ষা প্রকাশ পেয়েছে, তার প্রায় সবগুলিতেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল। এই সমীক্ষা তাদের মনে যথেষ্ট আশা জাগাচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জনমত সমীক্ষা অনেক সময় নাও মিলতে পারে। তাই চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতেই হচ্ছে দোসরা মে পর্যন্ত।

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version