Thursday, August 28, 2025

মাঝে শুধু দুটো দিন। তারপরেই বাংলায় শুরু বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার সন্ধেয় সামনে এলো সি ভোটারের (C Voter) চূড়ান্ত জনমত সমীক্ষা। একই সঙ্গে চূড়ান্ত জনমত সমীক্ষা প্রকাশ করেছে সিএনএক্স-ও (Cnx)। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, শেষ হাসি হাসবে তৃণমূল। অর্থাৎ তাদের চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী, ক্ষমতায় থাকছে তৃণমূলই (Tmc)। আর সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল-বিজেপির (Bjp) লড়াই হাড্ডাহাড্ডি।

সি ভোটার-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  152-168
বিজেপি- 104-120
বাম+কংগ্রেস+ISF- 18-26
অন্যান্য- 0-2

সিএনএক্স-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  136-146
বিজেপি-  130-140
বাম+কংগ্রেস+ISF-  14-18
অন্যান্য- 1-3

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিধানসভা ভোটে শতাংশের হার

তৃণমূল-  42%
বিজেপি-  37%
বাম+কংগ্রেস+ISF- 13%
অন্যান্য- 8%

সিএনএক্স-এর জনমত সমীক্ষা অনুযায়ী শতাংশের হার,

তৃণমূল- 40%
বিজেপি- 38%
বাম+কংগ্রেস+ISF- 16%
অন্যান্য- 6%

এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে শতাংশ ভিত্তিতে সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যের শাসকদল এগিয়ে রয়েছে সেখানে আসনের ভিত্তিতে বিজেপিকে সমান সমান জায়গায় নিয়ে যাওয়াটা কতটা বিজ্ঞানসম্মত? তবে এই উদাহরণ অতীতে আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই প্রশ্ন নিয়ে ভোটারদের কাছে গিয়েছিলেন জনমত সমীক্ষকরা। সেখানেও অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক্ষেত্রে তাঁর থেকে দূরে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায় – 55%
দিলীপ ঘোষ – 32%
মুকুল রায় – 7%
অধীর চৌধুরী – 1%
সুজন চক্রবর্তী – 1%
অন্য কেউ – 4%

আরও পড়ুন- নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত “নিষ্ক্রিয়” থাকতে হবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

 

বিভিন্ন সংস্থার করা এখনও পর্যন্ত যত জনমত সমীক্ষা প্রকাশ পেয়েছে, তার প্রায় সবগুলিতেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল। এই সমীক্ষা তাদের মনে যথেষ্ট আশা জাগাচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জনমত সমীক্ষা অনেক সময় নাও মিলতে পারে। তাই চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতেই হচ্ছে দোসরা মে পর্যন্ত।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version