Sunday, August 24, 2025

শীর্ষ আদালতে মুখ পুড়ল পরমবীরের, অন্যদিকে অ্যান্টিলিয়া মামলায় যোগ হল UAPA ধারা

Date:

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের(Anil Deshmukh) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছিলেন পুলিশ কমিশনার পরমবীর সিং(parambir Singh)। শুধু তাই নয়, নিরপেক্ষ তদন্তের জন্য এই মামলার সিবিআই(CBI) তদন্ত চেয়ে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে তার সেই দাবি মানল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত থেকে মামলা প্রত্যাহার করে নিলেন পরমবীর। অন্যদিকে পরমবীরের বদলির মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলি করা হল ৮৬ জন পুলিশ অফিসার।

শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কিষণ কৌল ও বিচারপতি আর সুভাষের বেঞ্চের তরফে বলা হয়, পরমবীর সিংয়ের আনা অভিযোগগুলি গুরুতর হলেও প্রথমে হাইকোর্টের কাছে অভিযোগ জানানো উচিত ছিল। একইসঙ্গে অনিল দেশমুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেও সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে কোনও কথা বলা হয়নি কেন, সেই বিষয়েও প্রশ্ন করা হয়। যার জেরে স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতে মুখ পোড়ে প্রাক্তন ওই পুলিশ কমিশনারের। এরপরই পরমবীর সিংয়ের আইনজীবী মুকুল রোহতগির আর্জি প্রত্যাহার করে জানান, যে তিনি হাইকোর্টে আবেদন জানাবেন। আগামিকালের মধ্যেই যাতে মামলাটি হাইকোর্টে স্থানান্তরিত করা হয়, সেই আবেদনও জানান তিনি।

আরও পড়ুন:“খেলোয়াড় নয়, ধারাবিবরণীকার হয়ে গিয়েছেন”, মমতাকে কটাক্ষ দিলীপের

অন্যদিকে, মুকেশ আম্বানির বাড়ির সামনে উদ্ধার হওয়া বিস্ফোরক কান্ডের তদন্তে নেমে সেই মামলায় জাতীয় নিরাপত্তা আইন (UAPA) ধারা যোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গিয়েছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার সামনে গাড়ি থেকে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তা কোনোভাবেই ছোট ঘটনা হিসেবে দেখা যায় না। এই ঘটনার পিছনে যোগাযোগের সন্দেহ উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থা যার জেরেই এই মামলায় সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ ধারা যোগ করল এনআইএ। স্বাভাবিকভাবেই এই মামলায় ইউএপিএ ধারা যোগ হওয়ায় বিপাকে পড়বেন এই মামলায় গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিক সচিন বাজে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version