Wednesday, November 5, 2025

Gangubai Kathiawadi: সঞ্জয় লীলা বনশালী ও আলিয়া ভাটকে তলব করল মুম্বই আদালত

Date:

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) সিনেমা মুক্তির আগে ফের বিতর্ক। সঞ্জয় লীলা বনশালী এবং আলিয়া ভাটকে তলব করল মুম্বই আদালত। ২১ মে’র আগে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

মুম্বইয়ের দায়রা আদালতে ‘গাঙ্গুবাই’-এর ছেলে বাবুজি শাহ অভিযোগ করেছেন, ছবিতে তাঁর মা ও পরিবারকে নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে। এই আবেদনের ভিত্তিতেই আলিয়া ও বনশালীকে তলব করেছে আদালত। জানা গিয়েছে, হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অফ মুম্বই’ অবলম্বনে তৈরি হয়েছে Gangubai Kathiawadi। তাই বইয়ের লেখক হুসেন জাইদিকেও আদালত তলব করেছে বলে সূত্রের খবর। ২১ মে-র আগে সঞ্জয় লীলা বনশালী, আলিয়া ভাট ও হুসেন জাইদিকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘গাঙ্গুবাই’-এর ছেলে বাবুজি Gangubai Kathiawadi মুক্তি ও ট্রেলার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন-নির্বাচনের আগে ফের আইএএস, আইপিএস পদে রদবদল কমিশনের

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এই ছবির মুক্তির দিন। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত সঞ্জয় লীলা বনশালী-র সিনেমা Gangubai Kathiawadi। এর আগেও Gangubai Kathiawadi নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল। তাঁর আপত্তি ছিল ‘কাঠিওয়াড়ি’ শব্দে। সিনেমার নাম বদলের দাবিও জানিয়েছিলেন। মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়কের অভিযোগ ছিল, কামাথিপুরা এলাকাটি এখন অনেকটাই বদলে গিয়েছে। ওই এলাকা এখন আর ৫-এর দশকের মতো নেই। ওখানকার মহিলারা বর্তমানে ভিন্ন পেশা বেছে নেন। তাই সিনেমায় কামাথিপুরা নাম ব্যবহার করে এলাকাকে ছোট করা হয়েছে। বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চেয়েছিলেন কংগ্রেস বিধায়ক।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version