Sunday, May 4, 2025

গৈরিকীকরণের প্রতিবাদে এবার গর্জে উঠল বুদ্ধিজীবীরা। তবে কোনও সভার মাধ্যমে নয়। বলা যেতে পারে খানিকটা বুদ্ধিদীপ্তভাবে । গান বাঁধলেন তাঁরা। আর তা চিত্রনাট্যের মাধ্যমে উপস্থাপন করে মানুষের মনে জায়গা করে নিল, “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব”। বলার অপেক্ষা রাখে না, এই শব্দচয়নের মাধ্যমে কেন্দ্রের CAA আইনের তীব্র বিরোধিতা করেছেন বু্দ্ধিজীবী মহল। ‘সিটিজেনস ইউনাইটেড’ নামক একটি ফেসবুক পেজ থেকে গানটির ভিডিও প্রকাশ হয়েছে। নতুন এই ভিডিও ‘নিজেদের মতে, নিজেদের গান’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

গানটির মাধ্যমে দেশের ধর্ম-বেকারত্ব-কৃষি আইন বিরোধী আন্দোলন-মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি প্রকট হয়ে উঠেছে। ভিডিও-তে থিয়েটর শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে দেখা গিয়েছে টলিউডের সব নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন, সুমন মুখোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, সুরঙ্গনা ও আরও অনেকে।
গানের কথা লিখেছেন, অনির্বান ভট্টাচার্য । সুরসজ্জা করেছেন শুভদীপ গুহ। গানটি গেয়েছেন অর্ক মুখাপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শুভদীপ গুহ, অনুপম রায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী। চিত্রনাট্য সাজিয়েছেন সুরঙ্গনা। পুরো চিত্রনাট্যটি পরিচালনা করেছেন ঋদ্ধি সেন ও ঋতব্রত মুখোপাধ্যায়। ক্যামেরার দ্বায়িত্ব সামলেছেন মধুরা পালিত।

 

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version