Thursday, August 28, 2025

‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী শহিদদের প্রতি শ্রদ্ধা’, স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়ে লিখলেন মোদি

Date:

খায়রুল আলম, ঢাকা: বঙ্গ নির্বাচনের প্রাক্কালে দু’দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার বাংলাদেশের(Bangladesh) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। পাশাপাশি পরিদর্শন বইতে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, প্রতারণা ও নিপীড়নের বিরুদ্ধে সত্য ও সাহসের এক মহৎ জয়ের স্মৃতি হয়ে থাকবে এই স্মৃতি সৌধ।

আরও পড়ুন:মোদিকে গ্যাসের দাম কমাতে বলুন! প্রচারে বেরিয়ে ভোটারদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাজু

শুক্রবার ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ অভ্যর্থনা গ্রহণের পর বেলা ১১ টা ৪৫ নাগাদ স্মৃতিসৌধে প্রবেশ করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে শহিদ বেদীতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামী শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে তিনি। পাশাপাশি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মোদি লেখেন, ‘বাংলাদেশের দেশপ্রেমিক শহিদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। যাদের গৌরবান্বিত আত্মত্যাগের ফলে এই মহান জাতির অভ্যুত্থান ঘটেছে। এই শ্রদ্ধাস্থল পরিদর্শন করা সকল দর্শনার্থী যেন লাখো শহিদের পবিত্র স্মৃতির প্রতি সম্মান জানান, তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু স্তব্ধ করা যায়নি। তাদের বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অবিচার ও সত্যের পক্ষে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। ভারতের জনগণের পক্ষে আমি প্রার্থনা করি প্রতারণা ও নিপীড়নের বিরুদ্ধে সত্য ও সাহসের এক মহৎ জয়ের চিরন্তন স্মৃতি হয়ে থাকবে সাভারের এই শিখা।’

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version