Tuesday, August 26, 2025

কাঁথিতে টাকার বান্ডিল-সহ আটক তিন হিন্দিভাষি বহিরাগত! গণধোলাই স্থানীয়দের

Date:

ভোরের ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথিতে (Cintai) ব্যাপক উত্তেজনা ছড়ালো। কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের একটি লজ থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আটক করে তিন বহিরাগতকে। ভোটের একদিন আগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, আটক হওয়া তিনজনেই হিন্দিভাষি। এবং বহিরাগত (Out Sider)।

এলাকার মানুষদের দাবি, ওই তিনজনের কাছে টাকার বান্ডিল ছিল। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তারা। যে লজে এই তিন হিন্দিভাষি বহিরাগত ডেরা বেঁধেছিল, খবর পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা হাজির হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) ভোটে সন্ত্রাস করার জন্য বাইরের রাজ্য থেকে লোক এনেছে। এরকম আরও ৮০ জনকে বাইরের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে।

এদিকে পুলিশ এসে লজ থেকে তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নিয়ে গণধোলাই দিতে শুরু করে। পুলিশ অনেক কষ্টে মারমূখী জনতার হাত থেকে আটক ব্যক্তিদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিল, কবে এসেছিল, কার নির্দেশে এসেছিল, তারা কি বিশেষ কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিল? এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই খেজুরির নিজকসবা এলাকা থেকে তিন হিন্দিভাষি বহিরাগত ধরা পড়েছিল। বৃহস্পতিবার ফের কাঁথিতে তিনজনকে আটক করল পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন :মমতার হাতেই নিরাপদ বাংলা: শতাব্দী

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version