Sunday, November 9, 2025

তিনমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ছত্তীসগড়ের চুয়ান্ন বছরের এক ব্যক্তি। প্রতিস্থাপনযোগ্য হৃদপিন্ডের আবেদন করেও সাড়া পাননি। হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়েই এসেছিল। এই পরিস্থিতিতে যান্ত্রিক পদ্ধতিতে হৃদপিন্ড সচল রাখার জন্য শহরে এই প্রথম একটি সফল অস্ত্রোপচার করেন কলকাতার চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাঁরা জানান, “আপাতত সুস্থ আছেন রোগী। প্রতিস্থাপনযোগ্য হৃদপিণ্ডের জন্য অপেক্ষা করে বসে থাকার অবস্থা, অনেকটাই বদলাল।” চিকিৎসকদের সঙ্গে সঙ্গে কলকাতায় এধরণের রোগ নিরাময়ের উপায়ও এখন অনেকটাই সহজ হল।

এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত এক চিকিৎসক জানান, “রোগীর হৃদপিণ্ড কাজ করা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। জরুরি পরিস্হিতিতে প্রতিস্থাপনযোগ্য হৃদপিণ্ডের জন্য আবেদন করেও সাড়া মেলেনি। “এমতাবস্থায় কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীকে ভর্তি করা হয়। এরপর তাঁর শরীরে একটি যন্ত্র বসিয়ে কৃত্রিম পদ্ধতিতে হৃদপিণ্ড চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীর পরিবারের সঙ্গে আলোচনা করে এ ক্ষেত্রে হার্টমেন্ট-২ নামে একটি কৃত্রিম ‘হার্ট পাম্প’ রোগীর শরীরে বসানোর তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দিল্লি থেকে আনানো হয় যন্ত্র। গত সোমবার সকালে অস্ত্রোপচার সফল হওয়ায় রোগী তাঁর জীবন ফিরে পান। চিকিৎসকদের দাবি, কৃত্রিম এই পাম্প পাঁচ থেকে দশ বছর ভালোভাবে কাজ করতে পারে। রোজকার হাঁটাচলা , কাজ করা বা গাড়ি চালানোর কোনও সমস্যা হয় না। তবে বেল্ট পরে নিয়মিত স্নান খাওয়া করতে পারলেও সাঁতার কাটা যায় না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version