Sunday, August 24, 2025

পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম দফা ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই জেলায় জেলায় হিংসার ঘটনা। শুক্রবার সকালে শালবনীর (Shalboni) জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। এরপর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। গুরুতর আহত হয়েছেন ৩ জন। সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার প্রথম দফার ভোট হবে এই জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচবি ও ডিজি। কড়া ভাষায় জানিয়েছেন, “রাজ্যে ভোটে হিংসার ৫০ বছরের ট্র্যাডিশন এবার ভাঙতেই হবে। কোনও উপরওয়ালার মুখাপেক্ষী হয়ে না থেকে রুল বুক মেনে ব্যবস্থা নিতে হবে।” কিন্তু তাতেও কাজ হচ্ছে না। হিংসার ঘটনা অব্যাহত।

আরও পড়ুন-ভোটের মুখে শালবনীতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

জানা গিয়েছে, ভাঙড় (Bhangar) বিধানসভার কাশীপুর থানার মাঝেরহাট গ্রামে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ISF এবং TMC-র কর্মীদের সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার রাতে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনার জেরে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ-ই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version