তাহলে কি যে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বা তৃণমূলের (TMC) পক্ষে করা হচ্ছিল সেটাই সত্যি? আজ, শনিবার বাংলার বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফা ভোটগ্রহণর শুরুর কিছুক্ষণের মধ্যেই এমন অভিযোগ তুললেন কাঁথি দক্ষিণের (Cintai South) ভোটাররা। ইতিমধ্যেই ইভিএম (EVM) বদলের দাবিতে বুথের (Booth) বাইরে বিক্ষোভে দেখাচ্ছেন ভোটাররা। তাঁদের দাবি, জোড়াফুল চিহ্নে বোতাম টিপলেও ভিভি প্যাট-এ (VV Pat) তা পদ্মফুল দেখাচ্ছে।
এই অভিযোগের পর সাময়িকভাবে দক্ষিণ কাঁথির মাজনায় ওই বুথে ভোট গ্রহণ বন্ধ আছে। বড়সড় উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধাসেনা।

আরও পড়ুন-ভোটের শুরুতেই বিপত্তি, কাঁথি দক্ষিণে ৩ বুথে বিকল ইভিএম, অসুস্থ প্রিসাইডিং অফিসার
বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারের দাবি, ইভিএম কারচুপির কোনও ঘটনা ঘটেনি। বুথে সমস্ত দলের এজেন্টরা কোনও অভিযোগ করেননি।
