Friday, July 18, 2025

সবেমাত্র শেষ হয়েছে প্রথম দফা। সামনে আরও সাতদফা ভোট বাকি। তাই ভীষণ ব্যস্ত টলিউডের অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। তবে চরম ব্যস্ততার মাঝেও মাঠের লড়াইয়ের ছবি পোস্ট করলেন অভিনেতা। যেখানে ব্রিটিশ শাসিত ভারতে ফুটবল দিয়ে সাফল্যের ইতিহাস রচনার ছোট্ট একটি ঝলক চোখে পড়ল। পোস্টারটি শেয়ার করে দেব লিখেছেন, “সেলুলয়েডে ভারতীয় ফুটবলের জনক শ্রী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর (Nagendra Prasad Sarbadhikari) চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটাই আমার কেরিয়ারের প্রথম কোনও বায়োপিকে কাজ। আশা করি ছবিটি আপনাদের আবেগতাড়িত করবে, ঠিক যেভাবে এই কিংবদন্তি ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিলেন।”


ছবিতে নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর কথায় এটি একটি মাল্টি ডায়ামেনশনাল চরিত্র। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এই বাঙালি। নগেন্দ্রপ্রসাদের শারীরিক গড়নের রেফারেন্স হিসেবে ছবির পরিচালক, ধ্রুবর কাছে যদিও তাঁর কম বয়সের একটা ছবি ছিল, তবে পিরিয়ডিক ড্রামায় সেরকম চেহারা জীবন্ত করে তোলা কিন্তু খুব সহজ ছিল না। তবে ১৪ বছরের অভিনয়ের জীবনে প্রথম বায়োপিক করার নেশায় সেই চ্যালেঞ্জ নেন দেব। এমনি ভাষা আয়ত্ত করার জন্য দেবকেও বেশ কয়েকটা ওয়ার্কশপ করতে হয়েছিল। দেব কোনওদিন ফুটবল খেলেননি, অথচ ভারতীয় ফুটবলের জনকের ভূমিকায় অভিনয় করতে যথেষ্ট কসরত করতে হয়েছে তাঁকে।
‘গোলন্দাজ’ ছবিটি গত বছর ১৫ই আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল । ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনা আবহে ছবি মুক্তির দিন পিছিয়ে যায়। দেশপ্রেমের এই ছবি চলতি বছর স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেতে চলেছে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় জার্সি গায়ে ধরা দিতে চলেছেন দেব। আর তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত পোস্টার ঘিরে টলিউড সুপারস্টারের অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version