Thursday, August 21, 2025

বিজয়ী বিধায়করাই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনো মানে নেই: দিলীপ ঘোষ

Date:

বিজয়ী বিধায়করাই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনও মানে নেই। দ্বিতীয় দফার ভোটের আগেই বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ধোঁয়াশা আছে। দিলীপ ঘোষের এদিনের মন্তব্য জল্পনা যে আরও বাড়াল তা নিয়ে কোনো কোনও সন্দেহ নেই। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলিপবাবু এদিন আরো বলেন, বাংলায় শেষ দফার ভোট পর্যন্ত বিজেপির পক্ষেই হওয়া থাকবে। বিজেপি বাংলায় খুবই ভালো ফল করবে।

এদিন ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার সমর্থনে একটি রোড শোতে অংশ নেন দিলীপ ঘোষ। অভিযোগ অশোক দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এই ঘটনায় আঘাত লেগেছে অশোক দিন্দার। গুরুতর আহত হয়েছেন আরেক বিজেপি কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ ওই একই সময়ে প্রচার করছিলেন ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলুই। তাঁর হয়ে প্রচার করছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত। ওই সময়ই তৃণমূলের সমর্থকরা প্রাক্তন ক্রিকেটার দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। সেই ইটই গিয়ে লাগে দিন্দার পিঠে। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার পাথরপ্রতিমা বিধানসভার সীতারামপুরেও একটি রোড শোয়ে অংশ নিয়েছিলেন দি‌লীপ ঘো‌ষ। পাথর প্রতিমা বিধানসভার বি‌জে‌পি পার্থী অসিত হালদা‌রের সর্মথ‌নে ছিল এই প্রচার । দীর্ঘ দশ কি‌লো‌মিটার রোড শো কর‌লেন দিলীপবাবু।

তৃণমুলের হাতে প্রহৃত তমলুকের বিজেপি প্রার্থী ডাঃ হরেকৃষ্ণ বেরাকে দেখতে আজ সকালেই হাসপাতালে গিয়েছিলেন। তিনি বলেন, গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে দিদির সরকার। আসুন গর্জে উঠি। ইভিএমে জবাব দিই।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version