Saturday, May 3, 2025

রাজ্যে একুশের ভোট শুরু হয়ে গিয়েছে। ৮ দফার মধ্যে ইতিমধ্যে এক দফায় ভোট হয়ে গিয়েছে বাংলায়। একুশের নির্বাচনে বাঁকুড়া (Bankura) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (TMC) হয়ে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Bandyopadhyay)। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একেবারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি। সেই তারকা প্রার্থীর মনোনয়ন পত্রের হলফনামা দেখেই এবার শোরগোল পড়েছে।

সায়ন্তিকার জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১৬-১৭ সালে সায়ন্তিকার আয়ের পরিমাণ ছিল ১৬ লক্ষ ৫৩ হাজার ৯৮০ টাকা। ২০১৭-১৮-তে অর্থবর্ষে ১৭ লক্ষ ৫০ হাজার ৫২০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৩৯ লক্ষ ৬৯ হাজার ৯০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। ২০২০-২১ শেষ অর্থবর্ষে নিজের আয়ের পরিমাণ ১১ লক্ষ ১৫ হাজার ৬০ টাকা দেখিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘ভারত মাতা’ মধ্যপ্রদেশে ওই কন্যার সঙ্গে হাজার মৃত্যুবরণ করেছেন’, বিজেপিকে কটাক্ষ সায়নীর

দাখিল করা হলফনামা অনুযায়ী, সায়ন্তিকার নিজের নামে কোনও বাড়ি, ফ্ল্যাট কিংবা জমি নেই। মোট ৮টি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। যেখানে অন্যান্য তারকা প্রার্থীরা প্রায় সকলেই কোটি টাকা ‘মালিক’, সেখানে সায়ন্তিকার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে à§§ টাকা। বাকি ৪টি অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর মোট সঞ্চিত অর্থের পরিমাণ ৩৬ হাজার ৪৬৩ টাকা। তাঁর কাছে নগদ টাকা আছে ৪৩ হাজার ১২৭। ব্যাঙ্ক ব্যালান্স না থাকলেও তাঁর কাছে ৪৩ লাখ ৫৬ হাজার ৪৩৬ টাকার একটি মার্সিডিজ বেন্জ রয়েছে। ২০১৮ সালে এই গাড়িটি কেনেন তিনি। এছাড়া মোট à§§ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের সোনার গহনা রয়েছে সায়ন্তিকার। তবে মোটা টাকার ঋণের দায়ে জর্জরিত সায়ন্তিকা। সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ ৪০ লাখ ৮৭ হাজার ২৪০ টাকা!

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version