Saturday, November 15, 2025

রাত পোহালেই দ্বিতীয় দফা: ভোটগ্রহণ হাইভোল্টেজ নন্দীগ্রাম-সহ ৩০ কেন্দ্রে

Date:

বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ ভোটগ্রহণ ১ এপ্রিল বৃহস্পতিবার। দ্বিতীয় দফায় সবার নজর নন্দীগ্রামে (Nandigram)। সেখানে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিপরীতে বিজেপির শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম। জারি হয়েছে 144 ধারা। থানার দায়িত্ব নিয়েছেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক।

বৃহস্পতিবার, চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। নন্দীগ্রাম ছাড়াও বৃহস্পতিবার ভোটগ্রহণ দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি কেন্দ্রে। ভোট রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মোট ৩০টি কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন- নন্দীগ্রামে বামপ্রার্থীর ভাষণে ‘লাইক’ কলকাতার তৃণমূল কাউন্সিলরের,অভিযোগ ঘিরে চাঞ্চল্য

দ্বিতীয় দফার ভোট গ্রহণ রয়েছে যে কেন্দ্র করে সেগুলি হল:

নন্দীগ্রাম, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী, গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।

নন্দীগ্রাম ছাড়াও নজরে রয়েছে চণ্ডীপুর, হলদিয়া, খড়গপুর বাঁকুড়া বিষ্ণুপুর, কেশপুর, ডেবরা এসব কেন্দ্রগুলিতে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। রয়েছেন সোহম, হিরণ, সায়ন্তিকা। ডেবরা মুখোমুখি প্রাক্তন 2 আইপিএস। তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীরের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সবারই ভোট-ভাগ্য নির্ধারণ হচ্ছে পয়লা এপ্রিল। তবে ফল জানতে অপেক্ষা করতে হবে পুরো একমাস। ২ মে বাংলা-সহ পাঁচ রাজ্যের ফল ঘোষণা।

আরও পড়ুন- সর্বস্তরের ক্ষুদ্রসঞ্চয়ে সুদ কমালো কেন্দ্র

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version