বিজেপি শ্যামাপোকা, ভোটের পরে খুঁজেই পাওয়া যায় না”- তীব্র কটাক্ষ অভিষেকের

কালীপুজোর আগে লাইটের সামনে গিজগিজ করে শ্যামাপোকা। বিজেপি (Bjp) হল ভারতের শ্যামাপোকা। রাজ্যে ভোটের আগে এদের দেখা যায়, অন্য সময় খুঁজেই পাওয়া যায় না- কোচবিহারের সিতাইয়ের জনসভা থেকে এই ভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের পাশে পাওয়া যায়। আর নির্বাচনের সময় ছাড়া বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। অভিষেক প্রশ্ন তোলেন, গত মার্চ (March) থেকে ডিসেম্বর (December) পর্যন্ত কোনওদিন চোখে দেখেছেন? অথচ মানুষের সেবা করতে গিয়ে আমাদের জেলা সভাপতির করোনায় মৃত্যু হয়েছে”।

কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূল যুব সভাপতি বলেন, “ক্ষমতা থাকলে রিপোর্ট কার্ড দেখিয়ে উন্নয়নের নিরিখে লড়াই হোক। ১০-০ গোল দিয়ে হারাতে না পারলে রাজনীতির ময়দানে পা রাখব না”।

ইস্তেহারও নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূলের ইস্তাহার-প্রকল্প টুকলি করে নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি।

আরও পড়ুন:অসমের ‘ডবল ইঞ্জিন’: নেই যোগাযোগ ব্যবস্থা, বুথে পৌঁছতে নাজেহাল অবস্থা ভোট কর্মীদের