Wednesday, August 27, 2025

ভোটের জেরে বিঘ্নিত করোনা’র RTPCR টেস্ট, সর্বাধিক বেহাল নন্দীগ্রাম

Date:

বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন রাজ্যে নির্বাচনের জেরে বিঘ্নিত হবে করোনা- সুরক্ষা৷ সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে৷ ভোটের রাজ্যে পূরণ হচ্ছে না করোনা পরীক্ষা। করোনা-পরীক্ষা বা RTPCR টেস্ট নিয়ে যে তথ্য স্বাস্থ্যদফতরের কর্তাদের হাতে এসেছে, তাতে কার্যত মাথায় হাত স্বাস্থ্যকর্তাদের৷ এবং সবথেকে বেহাল অবস্থা এবারের ভোটের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) -এর৷

 

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউকে অঙ্কুরেই ধ্বংস করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় RTPCR টেস্টের লক্ষ্য মাত্রা দেওয়া হয়েছে। অথচ ভোটের জন্য সেই টার্গেট পূরণ হচ্ছে না। তথ্য বলছে, সবথেকে খারাপ অবস্থা নন্দীগ্রামে৷

 

স্বাস্থ্যকর্তাদের হাতে আসা রিপোর্টে দেখা গিয়েছে, নন্দীগ্রামে

• গত ২৬ মার্চ ৩০০ RTPCR টেস্টের লক্ষ্যমাত্রা ছিলো৷ একটিও হয়নি।

 

• ২৭ মার্চ ১৩২টি টেস্ট করার কথা ছিল, হয়েছে মাত্র ৪৪টি টেস্ট ।

 

• ২৯ মার্চ ২২টি টেস্ট করার কথা ছিল, হয়েছে মাত্র ৭টা টেস্ট ।

 

এই রিপোর্ট বলছে, যে কোনও কারনেই হোক, নন্দীগ্রামে অসম্ভব কম সংখ্যায় RTPCR টেস্ট হয়েছে।

স্বাস্থ্যকর্তাদের অভিমত, নন্দীগ্রামে এত বেশি সংখ্যক VVIP-দের টানা উপস্থিতির কারনেই RTPCR টেস্টের সংখ্যা কমেছে। রাজ্যের অন্যান্য জায়গাতেও অবশ্য কমেছে RTPCR টেস্ট। বিশেষজ্ঞদের বক্তব্য, রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে এই টেস্ট কম হলে বিপদ বাড়বে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বুধবার বিশেষ বৈঠকে বসছেন স্বাস্থ্যকর্তারা৷ বৈঠকে RTPCR টেস্ট রাজ্যে আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version