Sunday, August 24, 2025

মাদক মামলায় গ্রেফতার ‘বিগ বস ৭’ খ্যাত এজাজ খান (Eijaz Khan)। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে এজাজকে আটক করে NCB। এরপর ৮ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে নেমেই অভিনেতা এজাজ খানকে গ্রেফতার করেছে এনসিবি।

গতকাল, মঙ্গলবার রাজস্থান (Rajasthan) থেকে ফেরার সময়ে মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে এজাজ খানকে আটক করেন তদন্তকারী আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁরা। এজাজ খান বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়। এনসিবি সূত্রে খবর, দীর্ঘ ৮ ঘণ্টা জেরা করা হয় এজাজকে। কিন্তু তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি থাকায়, গ্রেফতার করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন-গুগল ম্যাপ এবার থেকে পলিউশন ফ্রি রাস্তার খোঁজ দেবে গাড়ির চালকদের

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানাচ্ছে, এখনও মুম্বইয়ের (Mumbai) দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে NCB। গত বৃহস্পতিবার শাদাব ফারুখ শেখ নামে একজন মাদকপাচারকারিকে গ্রেফতার করে NCB। তাকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে এজাজ খানের নাম। এই সূত্রেই প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছে এজাজ খানকে।

সূত্রের খবর, অভিনেতা এজাজ খানের অন্ধেরি (Andheri) ও লোখান্ডওয়ালার (Lokhandwala) বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। তবে এজাজ প্রথমে দাবি করেন, তাঁর বাড়ি থেকে কিছুই পাননি এনসিবি আধিকারিকরা। পরে চাপের মুখে এজাজ স্বীকার করেন, ‘চারটি ঘুমের ওষুধ পেয়েছেন তদন্তকারীরা।’ এরপর এজাজ যুক্তি দেখান, কিছুদিন আগেই তাঁর স্ত্রীর গর্ভপাত হয়েছে, তার জন্য মানসিক অবসাদে ছিলেন তিনি। তিনিই ঘুমের ওষুধ খান বলে দাবি করেন এজাজ।

‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হন এজাজ খান। এর আগে ২০০৩ সালে ‘পথ’ নামের সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন অভিনেতা। কিন্তু সবসময় তিনি ছোটখাটো খলনায়কের চরিত্র করেছেন হিন্দি ও তেলুগু সিনেমা। কখনও গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এজাজ খানকে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version