Thursday, May 15, 2025

কেশপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ

Date:

দফায় দফায় উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। বৃহস্পতিবার ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরু আগে থেকেই হিংসা ও অশান্তির খবর সামনে এসেছে। এরইমধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুরের অভিযোগ।

বিজেপি-র প্রার্থী প্রীতীশরঞ্জন কোনারের নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এবং আরও এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-দ্বিতীয় দফায় নজরে তারকা প্রার্থীরা: বুথে ঘুরছেন হিরণ-সায়ন্তিকা-সোহম

জানা গিয়েছে, পোলিং এজেন্টকে বুথে বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে অই এলাকায়। তন্ময় ঘোষের দাবি, গর্গজপোতা প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩ নম্বর বুথে তাঁদের এজেন্টকে বসাতে গিয়েছিলেন। প্রার্থী প্রীতীশের গাড়ি নিয়ে ওই বুথে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, তখনই তাঁদের উপর চড়াও হন তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে রড, পিস্তল দিয়ে তাঁদের মারধর করা হয় বলেও তাঁর দাবি। গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানান তন্ময়। এই ঘটনায় আহত হয়েছেন তন্ময়ের সঙ্গে থাকা মহিলা এজেন্ট। সূত্রের খবর, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Related articles

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...
Exit mobile version