Saturday, August 23, 2025

অভিযোগ পেয়ে নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে বয়ালে ছুটে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বুথ থেকে মমতা অভিযোগ করেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বহিরাগতদের দিয়ে অশান্তি বাধানো হচ্ছে। সকাল থেকে নির্বাচন কমিশনে ৬৩টি অভিযোগ করা হয়েছে। এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আদালতে যাব”। এরপরই সেখান থেকে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তৃণমূলনেত্রীর সঙ্গে কথার পরই টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ অন্যদিকে নন্দীগ্রামের পরিস্থিতি জানতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ফোন করেন সুদীপ জৈন।


বয়ালের ৭ নম্বর বুথে বসে তৃণমূল নেত্রী IPS অফিসার তথা ইলেকশান অবসারভার নগেন্দ্রনাথ ত্রিপাঠি-র কাছে অভিযোগ করেন, ‘৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি’। এমনকি এখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে এদিন অভিযোগ করেন মমতা। এছাড়াও একাধিক প্রশ্ন তোলেন তিনি। যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট হয়, তানিয়ে তাঁর সঙ্গে  প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন তৃণমূল নেত্রী। এমনকি ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে IPS অফিসারের সঙ্গে বার্তালাপ করেন। শেষে অবসারভারের আশ্বাস পেয়ে বুথ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version