Tuesday, November 11, 2025

ছেলেকে প্রাণনাশের হুমকি, হাউ হাউ করে কাঁদছেন নন্দীগ্রামে তৃণমূল এজেন্টের মা!

Date:

ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম (Nandigram)। সকাল থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত বাংলার হাইভোল্টেজ নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র। কিন্তু এবার যে ছবি ধরা পড়ল, তা কার্যত নজিরবিহীন।

নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গ্রহণের মধ্যেই বয়ালের একটি বুথে তৃণমূলের এজেন্টকে (TMC Agent) বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এজেন্ট শ্যামল জানা বুথে গেলে তাঁকে হুমকি দেয় বিজেপির (BJP) লোকেরা। ভয়ে বুথ ছেড়ে বাড়িতে চলে আসেন তৃণমূল এজেন্ট। এরপর পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।

এরপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (CRPF) তৃণমূলের এজেন্টকে নিয়ে যেতে তাঁর বাড়িতে যায়। কিন্তু অশান্তির আশঙ্কায় এলেন না তৃণমূলের এজেন্ট। পুলিশ তাঁর বাড়িতে গিয়ে নিরাপত্তা আশ্বাস দেয়। তা সত্ত্বেও বাড়ি থেকে বেরোননি ওই এজেন্ট।

তৃণমূল এজেন্টের মা বলেন, এখন তো নিরাপত্তা থাকবে। কিন্তু এরপর কী হবে। পুলিশ থাকবে না। সংবাদ মাধ্যমের লোক থাকবে না। কিন্তু আমাদের থাকতে হবে। আমি ছেলে, বৌমা ও ছোট্ট নাতিকে নিয়ে থাকি। আমাদের পরিবারকে বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয়েছে। ছেলেকে মারধর করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version