ভোটের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের (Nandigram) বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভোট দিয়ে বেরিয়েই তৃণমূল সুপ্রিমোর সম্পর্কে কটূক্তি শব্দ প্রয়োগ করলেন। সকাল সকাল কপালে গেরুয়া তিলক কেটে বাইকে চড়ে গিয়ে ভোট দেন তিনি। তারপর বুথে বুথে ঘোরেন। নন্দীগ্রামের নন্দনায়েক বাড় প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের ‘ভিকট্রি সাইন’ দেখান। তারপরেই তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বললেন, “আন্টি কো থোড়া শান্ত রহেনা চাহিয়ে”। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ভোটে ভারডুবি হবে বুঝেই এই ধরনের মন্তব্য করছেন বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে বহিরাগত ঢোকানোর যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সে বিষয়ে মন্তব্য করতে চাননি শুভেন্দু। এদিকে, সকাল সকাল নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাইক বাহিনী নজরে আসে। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের (TMC) বাইক বাহিনী। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির।
