Sunday, November 9, 2025

তাঁর নিজের জায়গা ডায়মন্ডহারবার। শুক্রবার কুলতলি, বাসন্তী ও বারুইপুরে সভা করার পর সেখানেই রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার পারুলিয়া মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রোড শো-এ জনজোয়ার। ব়্যালির শুরু বা শেষ একবারে দেখা যাচ্ছিল না। রাস্তা জুড়ে শুধু কালোমাথা। তৃণমূলের (Tmc) নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণাঢ্য রোড শো-র শেষে বক্তব্য রাখেন অভিষেক।

তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে। বিজেপিকে (Bjp) বিতাড়িত হবে। তিনি বলেন, ভোটের সময় শুধু বিজেপি নেতাদের দেখা যায়। এখন দিল্লি থেকে তারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। করোনা-আমফানকালে বিজেপিকে পাশে পাওয়া যায়নি। তখন সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। একথা মনে করান ডায়মন্ড হারবারের সাংসদ। কোভিড (Covid) কালে এই অঞ্চলে কমিউনিটি কিচেন চালু করেছিল অভিষেক। এদিন বিপুল জনসমাগম তাঁদের প্রতি সমর্থনের বার্তা দেয় বলে মত তৃণমূলের।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বাড়ির মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড করা থেকে শুরু করে মহিলাদের হাতখরচ দেওয়ার প্রকল্প- তৃণমূলের ইস্তেহারে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেন মমতা।

এদিন অভিষেকের রোড শো ঘিরে তুমুল উদ্দীপনা দেখা যায় দেখা যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। রোড শো যখন শুরু হয় তখন রোদের তাপ রয়েছে রীতিমতো। তাও রাস্তা জুড়ে শুধুই জনসমাগম। এই ভিড় আশা জাগাচ্ছে তৃণমূল নেতৃত্বের। অভিষেক বলেন, “সবুজ আবির তৈরি রাখুন। দোসরা মে এসে খেলব”।

আরও পড়ুন- নন্দীগ্রামের মতো উত্তরেও তাণ্ডব করতে পারে বাহিনী: সতর্ক করলেন মমতা

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version