Sunday, August 24, 2025

বিহারে মদ খেয়ে মৃত ১৪, হৃদরোগের স্বীকারোক্তিতে পরিজনকে পুলিশি চাপের অভিযোগ

Date:

নীতীশ কুমারের সরকার তাঁর রাজ্যে মদ নিষিদ্ধ করেছে বহুদিন আগেই। এবার সেই বিহারেই মদ খেয়ে মৃত্যু ১৪ জনের। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও চার জনের। কিন্তু সরকারি ভাবে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকা সত্তেও কোথা থেকে এল এই মাদক তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

গোটা বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে বিহার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যারা এই ঘটনায় মারা গেছেন তাঁদের মৃত্যুর কারণ আদেও মাদক সেবনের জন্য হয়নি। বরং তাঁদের মৃত্যু হয়েছে হৃদ রোগে আক্রান্ত এবং অন্যান্য ব্যধির ফলে। এমনটাই জানিয়েছেন বিহারের বাসিন্দা গোপাল কুমারের পরিবারের তরফে। এর আগেই বিষ মদে কারণে মারা গেছেন ১০ জন। অর্থাৎ মোট ১৪ জন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।

গোটা ঘটনায় মৃতদের পরিবারের তরফ থেকে মৃত্যুর কারণ হিসাবে মদ খাওয়ার ফলে হয়েছে বলা হয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এই বিষয় কোন নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এই প্রসঙ্গে নিহত গোপাল কুমারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে হোলির দিন ছুটি থাকার ফলে রাতে বাড়িতে বসেই তিনি মদ্যপান করছিলেন । তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। কেননা গোপালের স্ত্রী বক্তব্যে পরিষ্কার ভাবে তিনি জানান গোপালের কোন হার্টের ব্যধি ছিল না। তাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসপি ডিএস জানিয়েছেন গোপালের যে হার্টের প্রবলেম রয়েছে তার রিপোর্ট এবং প্রমাণ তার কাছে রয়েছে। এবং এসপি ডিএসের কথায় পরিষ্কার গোপালের মৃত্যু বিষমদ খেয়ে নয় বরং হার্টা অ্যাটাকের কারনেই হয়েছে। কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানের বাসিন্দা কোথা থেকে পেল এই মদ।

আরও পড়ুন- ক্রিকেট খেলায় আউট দেওয়া নিয়ে মারামারিতে মৃত কিশোর

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version