Saturday, November 8, 2025

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অনিল দেশমুখ

Date:

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের(Anil Deshmukh) বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের(paramveer Singh) গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো টালমাটাল মহারাষ্ট্র রাজনীতি(Maharashtra Politics)। সোমবার বোম্বে হাইকোর্টে ছিল এই মামলায় শুনানি। অন্যদিকে এনসিপির(NCP) বৈঠকের পর সোমবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন অনিল দেশমুখ। সবমিলিয়ে সপ্তাহের শুরুতে ফের একবার অনিল দেশমুখ মামলায় চাপে পড়ল মহারাষ্ট্রের জোট সরকার।

সোমবার অনিল দেশমুখ মামলায় বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণের পর রুদ্ধদ্বার বৈঠকে বসেন এনসিপির শীর্ষ নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, অনিল দেশমুখ, অজিত পাওয়ার ও সুপ্রিয়া সোলের মতো নেতৃত্বরা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই মামলাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি যেভাবে ক্ষুন্ন হচ্ছে তা সামাল দিতে কী অনুমতি নেওয়া হবে সে নিয়ে আলোচনা করা হয়। আর সেখানে উঠে আসে অনিল দেশমুখের ইস্তফা প্রসঙ্গ। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধারের কাছে গিয়ে ইস্তফাপত্র পেশ করেন দেশমুখ।

আরও পড়ুন:বাজপেয়ী-আদবানির তৈরি বিজেপি’র জন্মদিনে বার্তা দেবেন মোদি

প্রসঙ্গত, সোমবার হাইকোর্টের তরফে জানানো হয়েছিল অনিল দেশমুখ এর বিরুদ্ধে পরমবীর সিং যে অভিযোগ তুলেছেন তা নিঃসন্দেহে গুরুতর। দেশমুখের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে ১৫ দিনের মধ্যে তার প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পাশাপাশি আদালতে তবে এটাও জানানো হয়েছে তোলাবাজির মতো গুরুতর এই মামলায় রাজ্য পুলিশ তদন্ত করে তবে আইন প্রক্রিয়ার উপর মানুষের বিশ্বাস উঠে যাবে। আগামী ১৫ দিনের মধ্যে এই মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট সিবিআইকে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version