Sunday, May 4, 2025

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অনিল দেশমুখ

Date:

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের(Anil Deshmukh) বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের(paramveer Singh) গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো টালমাটাল মহারাষ্ট্র রাজনীতি(Maharashtra Politics)। সোমবার বোম্বে হাইকোর্টে ছিল এই মামলায় শুনানি। অন্যদিকে এনসিপির(NCP) বৈঠকের পর সোমবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন অনিল দেশমুখ। সবমিলিয়ে সপ্তাহের শুরুতে ফের একবার অনিল দেশমুখ মামলায় চাপে পড়ল মহারাষ্ট্রের জোট সরকার।

সোমবার অনিল দেশমুখ মামলায় বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণের পর রুদ্ধদ্বার বৈঠকে বসেন এনসিপির শীর্ষ নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, অনিল দেশমুখ, অজিত পাওয়ার ও সুপ্রিয়া সোলের মতো নেতৃত্বরা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই মামলাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি যেভাবে ক্ষুন্ন হচ্ছে তা সামাল দিতে কী অনুমতি নেওয়া হবে সে নিয়ে আলোচনা করা হয়। আর সেখানে উঠে আসে অনিল দেশমুখের ইস্তফা প্রসঙ্গ। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধারের কাছে গিয়ে ইস্তফাপত্র পেশ করেন দেশমুখ।

আরও পড়ুন:বাজপেয়ী-আদবানির তৈরি বিজেপি’র জন্মদিনে বার্তা দেবেন মোদি

প্রসঙ্গত, সোমবার হাইকোর্টের তরফে জানানো হয়েছিল অনিল দেশমুখ এর বিরুদ্ধে পরমবীর সিং যে অভিযোগ তুলেছেন তা নিঃসন্দেহে গুরুতর। দেশমুখের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে ১৫ দিনের মধ্যে তার প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পাশাপাশি আদালতে তবে এটাও জানানো হয়েছে তোলাবাজির মতো গুরুতর এই মামলায় রাজ্য পুলিশ তদন্ত করে তবে আইন প্রক্রিয়ার উপর মানুষের বিশ্বাস উঠে যাবে। আগামী ১৫ দিনের মধ্যে এই মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট সিবিআইকে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version