Thursday, August 21, 2025

ছাপ্পা ভোটের অভিযোগ! কমিশনকে হুঁশিয়ারি দিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি বিজেপি প্রার্থীর

Date:

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছড়ায় একাধিক ভোটকেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। আক্রান্ত হন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই। এই ঘটনার জন্য কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি কমিশনকে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন, অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে প্রার্থীপদ প্রত্যাহার করে নেবেন তিনি’। প্রার্থীর এই ধরনের হুমকি নজির বিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার ভোট শুরুর কিছুক্ষণ পরেই ফলতার বেলসিং হাইস্কুলের তিনটি বুথে পর পর ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ পেয়ে সেখানে যান ফলতার বিজেপি (BJP) প্রার্থী বিধান পাড়ুই। তিনি একাই ছিলেন। তাঁর বক্তব্য, মহিলারা গাড়ির সামনে শুয়ে তাঁর পথ আটকায়। এরপর স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ি ঘিরে ধরেন। গাড়িতে ইট ছোঁড়া হয়।

আরও পড়ুন- বঙ্গে তৃতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি থাকলেও দেশের বাকি রাজ্যে শান্তিতেই শেষ হল নির্বাচন

ফলতার বেলসিং হাইস্কুলের ১৮৪, ১৮৫, ১৮৬ নং বুথে ছাপ্পা হচ্ছে, এই ঘটনা নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি ফলতার বিজেপি প্রার্থী বিধান পাড়ুইয়ের। তাঁর অভিযোগ তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি। এতেই ক্ষুব্ধ প্রার্থী বলেন, অবাধে ছাপ্পা ভোট হচ্ছে। কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করতে পারেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version