Saturday, November 8, 2025

আজীবন প্রেসিডেন্ট থাকতে ফের রাশিয়ায় আইন পরিবর্তন ‘ক্ষমতালোভী’ পুতিনের!

Date:

ক্ষমতার লোভ আর কাকে বলে! নিজের ব্যক্তিগত উচ্চাশা চরিতার্থ করতে ইচ্ছেমত আইন পরিবর্তন করে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বৈরাচারী পুতিনের সর্বশেষ কীর্তিটি হল, রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ আরও বাড়ানো। এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত অনায়াসে তিনি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।

ইতিমধ্যেই দুদশক দেশের সর্বোচ্চ পদে কাটিয়ে দিয়েছেন পুতিন। নিজের ক্ষমতার পথ মসৃণ করতে বিরোধী স্বরকে দমন করার কোনও পন্থাই ছাড়েননি স্বৈরাচারী পুতিন। বিরোধীদের হয় নানা মামলা দিয়ে জেলে পোরা হয়েছে না হলে খুনের চেষ্টা। পথের কাঁটা তুলে ফেলে আজীবন গদি ধরে রাখতে এবার ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। এজন্য ছ’বছর করে আরও দু’টি মেয়াদ প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ রেখে তৈরি আইনে তিনি নিজেই চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। আইনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় পুতিন নিজের ক্ষমতায় থাকার সম্ভাবনার দরজাও খুলে দিলেন। আইন মোতাবেক ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি। এখনই পুতিন দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে গত বছর এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। গত বছর জুলাইয়ে অনুষ্ঠিত এক গণভোটে এই প্রস্তাবকে জোরালো ভাবে সমর্থন করেন রুশ জনগণ। গত মাসে বিলটি অনুমোদন পায়। বিলটি আইন হিসেবে অনুমোদন পাওয়ায় পুতিন তাঁর চলতি মেয়াদ শেষে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন। তাঁর এবারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে।

আরও পড়ুন-   মোদিজি…ওওও… মোদিজি..পাল্টা কটাক্ষে প্রধানমন্ত্রীকে তুলোধনা কুণালের

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version