Friday, May 9, 2025

২০২১ এর নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির(BJP)। আর সেই লক্ষ্যেই নিয়ম করে রাজ্যে পা রাখছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ(Amit Shah), জেপি নাড্ডারা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) পর বুধবার রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বাংলায় ৪ টি রোড শো রয়েছে তাঁর। পূর্ব নির্ধারিত কর্মসূচির শুরুটা এদিন সিঙ্গুর থেকে করলেন অমিত শাহ। সিঙ্গুরে মাস্টারমশায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যর(Rabindranath Bhattacharya) সমর্থনে বুধবার রোড শো(roadshow) করেন শাহ।

আরও পড়ুন:তাঁর বিরুদ্ধে একটি শব্দও নয়, জয়া বচ্চনকে কৃতজ্ঞতা জানালেন বাবুল

বিজেপি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিঙ্গুরের দুলেপাড়া মোড় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত চলে শাহি রোড শো৷ অমিত শাহের পাশে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে এবং ফুল ছুড়তে দেখা যায় ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দলবদলু রবীন্দ্রনাথকে। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সিঙ্গুর থানা পর্যন্ত পৌঁছে শেষ হয় বিজেপির রোড শো। এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অমিত শাহ। যদিও সূত্রের খবর, সিঙ্গুর কেন্দ্রে দল বদলু রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন এখানকার আদি বিজেপি নেতারা। এহেন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ অনুগামী নব্য বিজেপিরা রোড শোতে উপস্থিত থাকলেও আদি বিজেপিকে এই রোড শোতে সেভাবে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে বিজেপির অন্দরমহল থেকে। এবং নির্বাচনের আগে যেভাবে সিঙ্গুর কেন্দ্রে তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে বিজেপির ঘরোয়া কোন্দল শুরু হয়েছে তাতে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির।

Related articles

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version