Tuesday, November 4, 2025

তুরস্কে আন্তর্জাতিক বৈঠকে বসার আসন পেলেন না ইউরোপীয় কমিশনের মহিলা সভাপতি

Date:

ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা সভাপতি উরসুলা ভনডের লিয়েনকে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হলো তুরস্কে গিয়ে। গুরুত্বপূর্ণ পদে থাকা ওই মহিলাকে আন্তর্জাতিক বৈঠকে দেওয়া হলো না বসার আসন। যদিও বৈঠকে অংশগ্রহণকারী বাকি দুই রাষ্ট্রপ্রধানের জন্য বরাদ্দ ছিল দুটি চেয়ার। এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা তুরস্কে (Turkey) গিয়েছেন এক আন্তর্জাতিক বৈঠকে। তাঁর সঙ্গে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল। বুধবার তাঁদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট তায়ইপ এরদোগানের (Recep Tayyip Erdogan)। সেইমতো তাঁরা তিনজন বৈঠকের জন্য হলঘরে প্রবেশও করেন। সেখানে ঘটে এই দুর্ব্যবহার। হল ঘরের মধ্যে থাকা দুটি চেয়ারে বসে পড়েন দুই পুরুষ সদস্য। মাঝে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উরসুলাকে।

আরও পড়ুন:দু’ম‍্যাচ নির্বাসিত নেইমার, চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জয় পিএসজির

এদিকে এ ঘটনায় ইউরোপীয় কমিশন প্রবন নিন্দা জানালেও তুরস্কের তরফে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও। ট্রেন্ড হতে শুরু করেছে #GiveHerASeat। ঘটনার নিন্দায় মুখর হয়ে উঠেছে নেটিজেনরা। চার্লস মাইকেলকেও কাঠগড়ায় তোলা হয়েছে। বলা হচ্ছে যতক্ষণ না তৃতীয় চেয়ার আসছে ততক্ষণ মাইকেলের দাঁড়িয়ে থাকা উচিত ছিল। ঘটনার নিন্দা করে ইউরোপীয় কমিশনের তরফে জানানো হয়েছে, ‘কমিশনের প্রেসিডেন্ট পরিস্থিতি দেখে হকচকিয়ে যান। ভিডিওতে তা পরিষ্কার হয়ে যায়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতির মতোই প্রোটোকল দেখানো উচিত ছিল কমিশনের সভাপতির ক্ষেত্রেও।’

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version