করোনা আক্রান্ত RSS প্রধান মোহন ভগবত। তিনি নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ৭ মার্চ নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কোভিডের প্রথম ডোজ নেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান।

শুক্রবার রাতে RSS-এর তরফে টুইট করে জানানো হয়েছে, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার শ্রদ্ধেয় সরসংঘচালক মোহন ভাগবতজি আজ দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। আপাতত ওঁর শরীরে করোনার সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে। তবে সাবধানতার জন্য তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভরতি করা হয়েছে।”

राष्ट्रीय स्वयंसेवक संघ के परमपूजनीय सरसंघचालक डॉ. मोहनजी भागवत आज दोपहर कोरोना पॉज़ीटिव हुये है। अभी उन्हें कोरोना के सामान्य लक्षण हैं तथा वे सामान्य जाँच और सावधानी के नाते नागपुर के किंग्ज़वे अस्पताल में भर्ती हुए हैं।
— RSS (@RSSorg) April 9, 2021
আরও পড়ুন-‘হালকা ভাষায় শোকজ শুভেন্দুকে’, উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে কমিশনে লিবারেশন

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সে রাজ্যে শুক্রবার আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৯৯৩। এখন মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো চল্লিশ। মৃতের সংখ্যা ৩০১। মোট করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৭,৩২৯।
