Friday, November 14, 2025

‘বাংলায় রাজনীতির নতুন পরিবেশ দেবে বিজেপি’, বাহিনীর গুলিতে ৪ মৃত্যুর পর মোদি

Date:

বঙ্গে চতুর্থ দফার নির্বাচনে রীতিমতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের শীতলকুচিতে(shitalkuchi)। সিআইএসএফের(CISF) গুলিতে সেখানে মৃত্যু হয়েছে ৪ জনের। এহেন পরিস্থিতির মাঝে শনিবার কোচবিহারের জনসভায় দাড়িয়ে তৃণমূল(TMC) সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিজেপিকে(BJP) ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদি জানালেন, ‘ডবল ইঞ্জিন সরকার বাংলায় রাজনীতির নতুন পরিবেশ দেবে।’

শনিবার শিলিগুড়ির জনসভার পর কৃষ্ণনগরের জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলনেত্রী ম্মতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে নরেন্দ্র মোদি বলেন, ‘গণতন্ত্রের উৎসবেও আপনি মা-বোনেদের চোখের জল ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনার দুর্নীতি বাংলার এই হাল করেছে। বিজেপির প্রতি বাংলার মানুষের ভরসা বাড়ছে। আর সেটা আমি ওদের চোখেই দেখতে পাচ্ছি।’ এর পাশাপাশি সোনার বাংলা গড়ার দাবি জানিয়ে মোদি আরও বলেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার নতুন রাজনীতির পরিবেশ গড়ে তুলবে। বছরের পর বছর যে ভয়, রক্তপাত এবং অত্যাচার হয়েছে তার থেকে মুক্তি পাবে বাংলা। গড়ে উঠবে সোনার বাংলা।’

এছাড়াও প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনি যত ভয় দেখানোর চেষ্টা করছেন তত মানুষ আপনাকে হারাতে একজোট হচ্ছে। বাংলার নতুন প্রজন্ম আপনাকে হারাচ্ছে, বাংলার মহিলা, গরিব, মধ্যবিত্ত আপনাকে হারাচ্ছে। গণতন্ত্রের সঙ্গে আর খেলা নয়। কেন্দ্রীয় বাহিনী গোটা দেশের নির্বাচনে যায়। সমস্যা কেন্দ্রীয় বাহিনীর নয়, আপনার হিংসার।’ উল্লেখ্য, এদিন শিলিগুড়ির সভা থেকে কোচবিহারের ঘটনা নিয়েও তৃণমূলের দিকে দায় ঠেলেন মোদি। তিনি বলেন, ‘কোচবিহারে যা হয়েছে, তা দু:খজনক। নিহতদের পরিবারের পাশে আছি। কমিশনের কাছে আর্জি, দোষীদের কঠোর শাস্তি দিন।’ এরপর সারাসরি ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়ে মোদি বলেন, ‘রাজ্যে বিজেপির সমর্থন দেখে দিদি ও তাঁর গুণ্ডারা এইসব করছেন।’ যদিও এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, একেবারে ঠাণ্ডা মাথায় এই খুন করেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে ষড়যন্ত্রের জাল বুনছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই ফলশ্রুতি হিসেবে ভোটারদের গুলি করে মেরে ফেলা হচ্ছে। নিজেদের ভোটবাক্স ভর্তি করতে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version