Friday, August 22, 2025

‘হালকা ভাষায় শোকজ শুভেন্দুকে’, উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে কমিশনে লিবারেশন

Date:

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বিপাকে পড়তে পারেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

বিদ্বেষমূলক ওই বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ECI) তাঁকে ‘হালকাভাবে’ শোকজ করেছে বলে অভিযোগ এনেছে সিপিআইএমএল (লিবারেশন)। কমিশন সঠিক পদক্ষেপ না করলে আইনি পথে যাওয়া হবে বলেও জানিয়েছে লিবারেশন৷

তৃণমূল নেত্রীকে বারবার ‘বেগম’ বলে সম্বোধন করায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে৷ বিধিভঙ্গের দায়ে কমিশনের তরফে কারণ দর্শাতে বলা হয়েছে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। এই শোকজের জবাব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ শুভেন্দু-ঘনিষ্ঠ মহলের একাংশ যখন বলছে, শুভেন্দু না’কি জবাব দিয়েছেন, অন্য পক্ষ বলছেন, আজ শনিবার জবাব দেওয়া হবে৷
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamara Banerjee) নিশানা করে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে ‘হালকাভাবে’ শোকজ করেছে বলে অভিযোগ এনেছে সিপিআইএমএল (লিবারেশন)।

লিবারেশনের বক্তব্য, কমিশন শুভেন্দুর বক্তব্যের একাংশের ভিত্তিতে নরমভাবে শোকজের চিঠির বয়ান তৈরি করেছে৷ কমিশনের এই আচরন কার্যত পক্ষপাতদুষ্ট ৷ লিবারেশনের পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণাণ শুভেন্দুর বিরুদ্ধে মূল অভিযোগটি দায়ের করেছিলেন কমিশনের কাছে। আইন অনুসারে শুভেন্দুকে আরও কড়া ধারা তথা ভাষায় কমিশনের চিঠি দেওয়া উচিত ছিল মনে করেন তিনি। ফের বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়ে তিনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কমিশনে।

লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacherjee) বলেছেন, শুভেন্দুবাবুর ওই ভাষণ ছিল সংখ্যালঘু তথা মুসলিম বিদ্বেষভরা। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু ওই সব বিদ্বেষমূলক কথা বলেছিলেন। তাঁর সেই বক্তব্যের অন্যতম আপত্তিজনক অংশে তিনি মুখ্যমন্ত্রীকে সেদিন ‘রোহিঙ্গাদের মাসি (খালা) আর অনুপ্রবেশকারীদের পিসি (ফুফু)’ বলে সম্বোধনও করেছিলেন”।
কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দীপঙ্করবাবু বলেছেন, “কমিশনের শো-কজ নোটিসে এই অংশ অনুল্লেখিত থেকে গিয়েছে। এটা কমিশনের তরফে পক্ষপাতমূলক পদক্ষেপ বলে আমরা মনে করছি। তাই ফের তাদের চিঠি দেওয়া হয়েছে। কমিশন উপযুক্ত পদক্ষেপ না করলে আইনি পথে যাওয়া হবে”।

আরও পড়ুন- চতুর্থ দফা নির্বাচনের দিন বঙ্গে ফের ভোট প্রচারে মোদি

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version