Sunday, August 24, 2025

বাঙালির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম চায়ের আড্ডা। আর সেই আড্ডাকে জমিয়ে দিতে বাজারে এল অনীর গ্রুপের(Aneer group) নতুন দার্জিলিং চা(Darjeeling tea) ‘জিয়াভরালি'(Jiabharali)। বাঙালি তথা ভারতবাসীকে দার্জিলিংয়ের স্বনামধন্য বিশ্বখ্যাত চায়ের স্বাদ দিতে প্রস্তুত এই জিয়াভরালি। সংস্থার দাবি, স্বাদে গন্ধে অতুলনীয় নতুন এই দার্জিলিং চা। যা আপনার সকালকে করে তুলবে আরো সুন্দর। ইন্দ্রনীল ভাদুড়ি ও জয়দীপ গঙ্গোপাধ্যায়ের যৌথ উদ্যোগে বঙ্গ তথা দেশের বাজারে আসতে চলেছে অভিনব এই দার্জিলিং চা।

সংস্থার অন্যতম কর্ণধার জয়দীপ গঙ্গোপাধ্যায় জানান, ‘দার্জিলিঙে প্রথম সারির যে কয়েকটি চা সংস্থা রয়েছে তাদের অধিকাংশ চা রপ্তানি করা হয় বিদেশে। ভারতের বাজারে খুব অল্প সংখ্যক চা পাওয়া যায়। সেই ‘দেবভোগ্য’ চায়ের স্বাদ যাতে বাঙালি ও ভারতবাসী পেতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ।’ যতটা সম্ভব কম দামে উৎকৃষ্ট মানের এই চা দেশের বাজারে মধ্যবিত্তের হাতে তুলে দিতে আগ্রহী অনীর গ্রুপ। আগামী ১ বৈশাখ ই-কমার্স সাইটের মাধ্যমে এই চা কিনতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি অফলাইনে শহরের বেশ কিছু হোটেল ও ক্যাফেতে এই চায়ের স্বাদ পাওয়া যাবে। মূলত দুটি কোয়ালিটির চা বাজারজাত করার পরিকল্পনা নিয়েছেন এই সংস্থা। যার একটি ‘দার্জিলিং ফাস্ট ফ্লাস সিঙ্গেল স্টেট রেয়ার কালেকশন’ এবং দ্বিতীয়টি হলো ‘ওল্ড ক্লাসিক ট্রাডিশনাল দার্জিলিং ব্যারিয়েটো(মেঘের দেশের চা)’। মধ্যবিত্ত মানুষ যাতে অসামান্য এই চায়ের স্বাদ নিতে পারেন তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’র পাশাপাশি ‘ইএমআই’ সুবিধা রাখা হচ্ছে সংস্থার তরফে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version