Friday, August 22, 2025

কসবায় দুপুরেই খেলা শেষ! থানায় বিজেপি প্রার্থী, মাঠে নেই শতরূপ, তৃপ্তির হাসি জাভেদের

Date:

কসবায় এবারও জয়ের হাসি হাসতে চলেছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। গোটা দিনের ভোটচিত্র দেখার পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতার যে কেন্দ্রগুলোতে চতুর্থ দফায় ভোট হয়েছে, তার মধ্যে কসবা কেন্দ্র থেকেই সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। সকাল থেকেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে। একই অভিযোগ তুলেছে বামেরা। অন্যদিকে, সব অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝেই বিরোধীরা অবান্তর, ভিত্তিহীন অভিযোগ করছে। কোথাও কিছু প্রমাণ করতে পারবে না সিপিএম বা বিজেপি।

এদিন সকালেই উত্তেজনা তৈরি হয় কসবা বিধানসভা কেন্দ্রের তপসিয়া এলাকায়। বিজেপির অভিযোগ ৬৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে বিজেপির এজেন্ট বসাতে দিচ্ছে না তৃণমূল। ভোট লুঠ হচ্ছে। শাসক দলের বাইক বাহিনী এলাকায় দাপট শুরু করেছে। ভোটারদের মনে ভয়ের সঞ্চার করছে। একই অভিযোগ সিপিএমেরও।

আরও পড়ুন- যাদবপুরে বিজেপির সাহায্যে জিতছেন তৃণমূলের “গ্যারেজ” মলয়, বলছেন সুজনের অনুগামীরাই

বিজেপির তরুণ প্রার্থী ডাঃ ইন্দ্রনীল খাঁ-কে হেনস্থা করার অভিযোগ ওঠে। এরপর দুপুর ১২টা নাগাদ কিছু সমর্থক নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, পুলিশের চোখের সামনেই সবকিছু হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। তবে সিপিএম প্রার্থী রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ শতরূপ ঘোষের কোনও পাত্তা পাওয়া যায়নি দুপুরের পর থেকে।

অন্যদিকে তৃণমূল প্রার্থী জাভেদ খানের মুখে তৃপ্তির হাসি। তাঁর স্পষ্ট বক্তব্য, নিশ্চিত হার বুঝে বিরোধীরা অজুহাত খাড়া করছে। কসবার প্রতিটি বুথে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন মানুষ। বরং, সিপিএম ও বিজেপি প্রার্থী টাকা ছড়িয়ে, মিষ্টি-জল খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে।

আরও পড়ুন- ‘শীতলকুচিতে ৫ নিরস্ত্রের হত্যার প্রতিশোধ দিতে হবে ভোট বাক্সেই’, আবেদন বাংলা পক্ষের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version