Sunday, November 9, 2025

পশ্চিমবঙ্গে চলছে একুশের বিধানসভা নির্বাচন। শনিবার ব্যাপক অশান্তির মধ্যেই চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে বাংলায়। এখনও জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। জায়গায় জায়গায় সভা করছে তৃণমূল। রবিবার বর্ধমানের পূর্বস্থলী, বর্ধমান উত্তর ও গলসিতে সভা করার কথা ছিল তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের। কিন্তু এদিন সেই সভাগুলি বাতিল হয়েছে।

সভাগুলি বাতিলের কারণ টুইট করে জানিয়েছেন তৃণমূলের ঘাটালের সাংসদ দীপক অধিকারী। দেব বলেন, ‘আমাদের সভা ছিল বর্ধমানে। পূর্বস্থলী, বর্ধমান উত্তর ও গলসিতে সভা ছিল। হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যেতে পারছি না। জানি সবাই সভায় পৌঁছে গিয়েছেন। আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি হাতজোড় করে।’ তিনি আরও বলেন, এই ঘটনার জন্য দলের প্রার্থী বা কর্মীদের কোনও দোষ নেই। খুব শীঘ্রই ওই কেন্দ্রগুলিকে সভা করতে যাবেন দেব। ভিডিওতে দেখা গিয়েছে, হেলিকপ্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছেন দেব এবং হেলিকপ্টারের ক্যাপ্টেন। ক্যাপ্টেন নিজেই জানান হেলিকপ্টারের যান্ত্রিক সমস্যার কথা।

আরও পড়ুন-এত বড় গণহত্যা আগে কখনও হয়নি, বুলেটের জবাব ব্যালটে: মমতা

বাংলায় এখনও পর্যন্ত ৪ দফায় মোট ১৪১ টি আসনে ভোট হয়ে গিয়েছে। বাকি রয়েছে আরও ৪ দফা। গত শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরে ফের আজই তৃণমূল নেত্রী বর্ধমানে রোড শো করেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version