Sunday, August 24, 2025

রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশনের নির্দেশ মানলেন নেত্রী, পিছিয়ে দিলেন সভা

Date:

বঙ্গে ভোট শুরু হতেই বিভিন্ন অছিলায় তৃণমূলের উপর বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে কমিশন। কিন্তু রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল দাবি মেনে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আজ, সোমবার কমিশনের দাবি মেনেই বারাসতের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জোড়াফুল শিবির। এই প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘নেত্রীর সভা সোমবার ১২ এপ্রিলের বদলে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় হবে।’’ যদিও বাকি কর্মসূচি একই থাকছে মমতার। সোমবার তিনি আরও তিনটি সভা করবেন রানাঘাট, বসিরহাট ও দমদমে।

সোমবার একইদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা ছিল। মোদির সভাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কিন্তু নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল, তৃণমূল নেত্রীর সভার জন্য বিকল্প দিন খুঁজে নিতে। তাই কমিশনের দাবি মেনেই বারাসতের সভার রদবদলের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
কমিশনের কোনও নির্দেশই লঙ্ঘন করতে চান না তৃণমূল নেত্রী । রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে একাধিকবার গড়রাজি হলেও কমিশনের নির্দেশ মেনে নিয়েছেন নেত্রী। চতুর্থ দফার দিন কেন্দ্রীয় বাহিনীর বুলেটে চারটি তাজা প্রাণ গেছে। খবর পেতেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে ছুটে গিয়েছেন মমতা। কিন্তু সেখানেও তাঁকে যেতে বাঁধা দিয়েছে সেই নির্বাচন কমিশনই। এমনকি ভোট প্রচারের সময়ও কমিয়ে দিয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version