Friday, August 29, 2025

রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতি। দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। রাস্তাঘাটে অনেকেই মানছেন না কোভিড বিধি-নিষেধ। পরছেন না মাস্ক। এহেন পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে নতুন তিনটি স্ট্র্যাটেজি নিয়েছে নবান্ন। তা হল TEST, TRACK AND TREAT।

আরও পড়ুন-নজিরবিহীন! ২৪ ঘণ্টার জন্য মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের, তীব্র নিন্দা তৃণমূলের

রাজ্যের কোভিড স্ট্র্যাটেজিতে বলা হয়েছে…

রাজ্যে আরও কোভিড টেস্ট বাড়াতে হবে। rt-pcr টেস্ট বাড়াতে হবে।

জনবহুল এলাকায় ভিড় এড়িয়ে চলার নির্দেশ। টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনতে হবে।

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই দুই জেলার সমেত কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বাড়তি সর্তকতা অবলম্বন করার কথা বলা হয়েছে।

সংক্রমণের নিরিখে কনটেইনমেন্ট জোন বাড়াতে হবে।

অক্সিজেন যাতে অপ্রতুল না হয় এখন থেকেই সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্স এবং ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে।

কলকাতায় আরও অনেক বেশি মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

সামনেই পয়লা বৈশাখ। সংক্রান্তি ও পয়লা বৈশাখের অনুষ্ঠানে ছোট করে উৎসব পালন করতে হবে এবং অতি অবশ্যই কোভিড গাইডলাইন মেনে।

করোনা টেস্টের পর কোভিড পজেটিভ অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version