দিলীপ ঘোষের রোড শো ঘিরে রণক্ষেত্র রসিকপুর

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)-এর রোড-শো ঘিরে রণক্ষেত্র বর্ধমানের রসিকপুর। মঙ্গলবার, বিকেলে বিজেপি (Bjp) রাজ্য সভাপতির রোড শো-র সময় তৃণমূল-বিজেপির সংঘর্ষ বাধে। দু’পক্ষের বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।

এদিন, বর্ধমান শহরে রোড শো করছিলেন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, সেই রোড শো রসিকপুরে ঢুকতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। তৃণমূলের (Tmc) অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা তাদের দলীয় কার্যালয় ভেঙে দেয়। পাল্টা বিজেপির অভিযোগ, মিছিল লক্ষ্য করে ইট ছোড়েন শাসকদলের কর্মী-সমর্থকরা।

এরপরই তৃণমূলের তরফ থেকে রসিকপুর-সহ বর্ধমানের শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, বর্ধমান শহরকে অশান্ত করতে চাইছে বিজেপি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন- ৭ বছর পর অ্যাসিড হামলা মামলায় ১৪ বছরের কারাদণ্ডের শাস্তি

Advt

Previous article৭ বছর পর অ্যাসিড হামলা মামলায় ১৪ বছরের কারাদণ্ডের শাস্তি
Next articleসেদিন ঠিক কী ঘটেছিল শীতলকুচিতে? বেশ কিছু মিসিং লিঙ্ক নিয়ে ধন্দে কমিশন