কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল (TMC)। এমন “অগণতান্ত্রিক’’ সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা নাগাদ ধরনায় (Dharna) শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে ছাড়ার পাত্রী নন তৃণমূল নেত্রী। নিষেধাজ্ঞা উঠতেই রাত ৮ থেকে পরপর দুটি জনসভা করবেন তিনি। একটি বারাসাতে আর একটি বিধাননগরে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য অস্থায়ী ধারনা মঞ্চের চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী ধরনা মঞ্চে থাকবেন না কোনও তৃণমূল নেতা-কর্মী। তবে সমাজের বিশিষ্টজনের মুখ্যমন্ত্রীর তাঁবুর পাশে হাজির হয়েছেন। অনেক সাধারণ মানুষও রয়েছেন মেয়ো রোডে। ধরনাস্থলে নেই কোনও দলীয় পতাকা, দলীয় ফেস্টুন, ব্যানারও।
এদিকে তৃণমূল সূত্রে খবর, এলাকাটি সেনার নিয়ন্ত্রণাধীন। তাই ওই এলাকায় ধরনার জন্য অনুমতি চাওয়া হয়েছে ভারতীয় সেনার কাছে। অনুমতির ক্ষেত্রে ছোটখাটো একটা সমস্যা রয়েছে। যদিও তৃণমূলের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনা।
আরও পড়ুন:নিষেধাজ্ঞা উঠলেই আজ প্রচার মমতার