Saturday, August 23, 2025

নির্বাচন কমিশনের “অগণতান্ত্রিক’’ সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় মমতা

Date:

রাজ্যে চলছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। চতুর্থ দফা শেষে পঞ্চম দফার ভোটের জন্য জোরকদমে প্রচার চালাচ্ছেন সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা। তবে এরই মাঝে মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে (Campaign) ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা (Ban) জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এই নিষেধাজ্ঞা গতকাল, সোমবার রাত ৮টা থেকে আজ, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত।

কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল (TMC)। এমন “অগণতান্ত্রিক’’ সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা নাগাদ ধরনায় (Dharna) শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে ছাড়ার পাত্রী নন তৃণমূল নেত্রী। নিষেধাজ্ঞা উঠতেই রাত ৮ থেকে পরপর দুটি জনসভা করবেন তিনি। একটি বারাসাতে আর একটি বিধাননগরে।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য অস্থায়ী ধারনা মঞ্চের চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী ধরনা মঞ্চে থাকবেন না কোনও তৃণমূল নেতা-কর্মী। তবে সমাজের বিশিষ্টজনের মুখ্যমন্ত্রীর তাঁবুর পাশে হাজির হয়েছেন। অনেক সাধারণ মানুষও রয়েছেন মেয়ো রোডে। ধরনাস্থলে নেই কোনও দলীয় পতাকা, দলীয় ফেস্টুন, ব্যানারও।

এদিকে তৃণমূল সূত্রে খবর, এলাকাটি সেনার নিয়ন্ত্রণাধীন। তাই ওই এলাকায় ধরনার জন্য অনুমতি চাওয়া হয়েছে ভারতীয় সেনার কাছে। অনুমতির ক্ষেত্রে ছোটখাটো একটা সমস্যা রয়েছে। যদিও তৃণমূলের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনা।

আরও পড়ুন:নিষেধাজ্ঞা উঠলেই আজ প্রচার মমতার

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version