Sunday, August 24, 2025

রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৫১১, মৃত ১৪

Date:

করোনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের৷ গত ২৪ ঘন্টায় এ রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যাও এখন পর্যন্ত সর্বোচ্চ হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ, ৪, ৫১১ জন। দৈনিক সংক্রমণের হার ১২.১৫ শতাংশ। গত কয়েক মাসের তুলনায় যে কোনও ১ দিনে মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ১৪।

ওদিকে, কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যাও আপাতত সব থেকে বেশি, ১,১১৫ জন। ওদিকে ১ দিনে টিকাকরণের সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৯০ জন।

স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬, ১৯, ৪০৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও
অনেকটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২৬ হাজারেরও বেশি।

নতুন করে আক্রান্তের সংখ্যায় কলকাতার ঠিক পরেই আছে উত্তর ২৪ পরগনা৷ এই জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,০৮৭ জন। তৃতীয়স্থানে দক্ষিণ ২৪ পরগনা, মোট ২৯৫ জন৷ এছাড়া হুগলি (২৯০), হাওড়া (২৮৬) এবং পশ্চিম বর্ধমান (২৫২) জেলায় দৈনিক আক্রান্তের পরিসংখ্যান দেখে উদ্বেগে বিশেষজ্ঞরা৷

আরও পড়ুন:দুরন্ত হাফ-সেঞ্চুরিতে সেহওয়াগ ও পান্ডিয়ার রেকর্ড ছুঁলেন দীপক হুডা

রাজ্য জুড়ে গত ২৪ ঘন্টায় যে ১৪ জনের মৃত্যুু হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতার ৪ জন, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার ৩ জন করে, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম বর্ধমানে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১০, ৪১৪ জন মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতরের তথ্যে উল্লেখ করা হয়েছে৷

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version