Friday, August 22, 2025

করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে, বঙ্গে আর প্রচারে আসবেন না যোগী

Date:

স্টার ক্যাম্পেইনার হিসেবে বঙ্গ দখলের লড়াইয়ে যোগী আদিত্যনাথের ওপর অনেকটাই ভরসা রেখেছিলো কেন্দ্রীয় বিজেপি(BJP)। বিগত চার দফা নির্বাচনে রাজ্যের নানা প্রান্তে দাপটের সঙ্গে নির্বাচনী প্রচার করে গিয়েছেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এহেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন সেল্ফ আইসোলেশনে। ফলস্বরূপ বঙ্গে আর নির্বাচনী প্রচারে আসা হচ্ছে না তাঁর।

বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, ‘প্রাথমিক লক্ষণ ধরা পড়ার পর আমি করোনা টেস্ট করাই। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে আমি সেল্ফ আইসোলেশনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি। এবং সহকারী সমস্ত কাজকর্ম ভার্চুয়ালি সম্পন্ন করছি।’ একই সঙ্গে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘বিগত কয়েক দিনে যে সমস্ত ব্যক্তি আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে অনুরোধ করব তারা তাদের কোভিড টেস্ট করান।’

ঠিক এখান থেকেই আসছে দুশ্চিন্তা। গত কয়েকদিনে দাপটের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রচার করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সুবাদে বাংলায় একাধিক বিজেপি নেতাদের সংস্পর্শে এসেছেন তিনি। ফলস্বরূপ তাঁর সংস্পর্শে আসা বঙ্গ বিজেপি নেতাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক নয়। ফলে বলা যেতেই পারে যোগীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাংলার জন্যও বেশ উদ্বেগজনক।

উল্লেখ্য, শুধু যোগী আদিত্যনাথ নন, বুধবার করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা সুপ্রিমো আখিলেশ যাদব। বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশে আনেন তিনি। প্রসঙ্গত সম্প্রতি কুম্ভ মেলা থেকে ঘুরে এসেছেন এই সপা নেতা অখিলেশ যাদব।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version