Saturday, August 23, 2025

‘নিজামুদ্দিন ও কুম্ভমেলার মধ্যে তুলনা করা উচিত নয়’, স্পষ্ট জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Date:

‘মার্কজ ও কুম্ভমেলার মধ্যে তুলনা করা উচিত নয়। কুম্ভ মেলায় যারা অংশ নিতে আসছেন, তারা কেউ বাইরের লোক নয়।’ এমনটাই বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। গত বছরের করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রন্তের সংখ্যা। মানুষকে সমস্ত করোনা বিধি মেনে চলতে বলছে কেন্দ্র। কিন্তু অনেক মানুষই বিনা মাস্কে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই মানছেন না দূরত্ব-বিধি। এরই মধ্যে কুম্ভমেলায় মানুষের দেদার ভিড়।

আরও পড়ুন-দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি, একদিনে করোনা আক্রান্ত ১,৮৪,৩৭২

উল্লেখ্য, সোমবার সন্ধেবেলা প্রায় ২৮ লক্ষ পুণ্যার্থী গঙ্গায় দ্বিতীয় শাহি স্নানের জন্য কুম্ভে যান। মেডিক্যাল বিভাগ সূত্রে খবর এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১৮ হাজার ১৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১০২ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। আর এই পরিসংখ্যানই চিন্তা বাড়াচ্ছে দেশ জুড়ে। তারই মধ্যে মঙ্গলবার একটি অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত বলেন, “কুম্ভ ও মর্কজের মধ্যে তুলনা করাই উচিত নয়। মর্কজ একটি আবদ্ধ জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কুম্ভের আয়োজন গঙ্গার ঘাটের মতো খোলামেলা জায়গায় হচ্ছে।” একইসঙ্গে তিনি বলেন, “কুম্ভ মেলায় যারা অংশ নিতে আসছেন, তারা কেউ বাইরের লোক নয়। সকলেই নিজেদের মানুষ। নিজামুদ্দিনে তো ভিন দেশ থেকেও লোক সামিল হয়েছিল।”

প্রসঙ্গত, গতবছরে দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করা হয়েছিল নিজামুদ্দিন মর্কজ সম্মেলনকে। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি। তিরথ জানান, “করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই কুম্ভমেলার আয়োজন করা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল”। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “আক্রান্তের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তবে আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনেই চলছি এবং রাজ্যে সুস্থতার হারও আশাজনক। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে। মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে। হরিদ্বারের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version