শতাব্দীর সামনেই তৃণমূল কর্মী-সমর্থকেরা অতি উৎসাহিত হয়ে গলা ফাটাচ্ছেন ‘খেলা হবে’। তালে তালে ডিজে বাজাতে থাকে। স্লোগানে গলা মেলান শতাব্দীও।
বীরভূমের সাংসদ শতাব্দী বলেন, ‘‘মানুষের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছে তৃণমূল প্রার্থী জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা মুখ একটা আবেগ। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে বিশেষ ভাবে সজাগ। তাই তার স্নেহধন্য প্রার্থীরা যেখানেই দাঁড়াবেন জিতবেন।’’
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় ফের নবান্নে বসবেন নেত্রী।
শতাব্দী যেখানেই প্রচারে গিয়েছেন উচ্ছ্বাসে ফেটে পড়েছে মানুষ । বাইরের দিকে করেছেন একাধিক প্রচার। কল্যাণী ও নদিয়ায় প্রচারেও সেই একই ছবি।
তিনি পৌঁছিয়েছেন মানুষের দুয়ারে। সেই জনসংযোগের পাশাপাশি জনসভায় অংশ নিলেন সাংসদ শতাব্দী রায়। সেই জনসভায় ছিল মানুষের জনজোয়ার ।
শতাব্দী বললেন, বিজেপি সরকার দুঃশ্চিন্তা ছাড়া আমাদের কিছুই দেয়নি। রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে জোড়াফুল চিহ্নে ভোট দিন। মমতাতেই চোখ বুজে ভরসা রাখুন।
মানুষের ভালোবাসায় ফের নবান্নে বসবেন মমতা , মন্তব্য শতাব্দীর
Date:
Share post: